জয়নুল আবেদীন: গত ১১ই মে ২০২১ ইং মঙ্গলবার বেলা ১১টা ঘটিকায় খলাছড়া দাখিল মাদ্রাসায় জকিগঞ্জ খলাছড়ায় এইচ টি এ সেবা ফাউন্ডেশন ও খলাছড়া জনকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ করা হয়। হতদরিদ্র অসহায় পরিবারগুলো যাতে বিত্তবানদের মত সন্দেশ পিঠা খেয়ে সমান ভাবে ঈদের খুশী উপভোগ করতে পারে সেজন্য বিগত ১৮ বৎসর থেকে প্রতি বৎসরের ন্যায় এবারও এলাকার দুই শতাধিক পরিবারের মধ্যে তেল, ময়দা, চিনি ইত্যাদি ঈদ সামগ্রী বিতরণ করা হয়। এবং আরও দুইজন হতদরিদ্রকে ৫০০০ হাজার করে ১০,০০০ হাজার টাকা ও একজন এতিম মেয়ের বিয়ের জন্য ১০,০০০ হাজার টাকা, দুইটি অসহায় পরিবারের ঘর নির্মানের জন্য ২০,০০০ হাজার টাকা, একজন বিধবা অসহায় মেয়েকে একটি গরুর বাছুর কেনার জন্য ২০,০০০ হাজার টাকা প্রদান করা হয়। এছাড়াও অত্র এলাকার নানা সমস্যায় জর্জরিত ৭টি পরিবারকে বিভিন্ন হারে নগদ ৬০,০০০/০০ হাজার টাকা প্রদান করা হয়।
খলাছড়া জনকল্যান সংস্থার সভাপতি অধ্যাপক বদরুল হক বাদল এর সভাপতিত্বে ও প্রচার সম্পাদক আবুল কালাম (কালন) এর পরিচালনায় জকিগঞ্জ খলাছড়ায় এইচ টি এ সেবা ফাউন্ডেশন ও খলাছড়া জনকল্যাণ সংস্থার যৌথ উদ্যোগে ঈদ সামগ্রী ও নগদ অর্থ বিতরণ অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেকে তেলাওয়াত করেন আলতাফ হুসেন।
প্রধান অতিথির বক্তব্যে ৪নং খলাছড়া ইউনিয়নের চেয়ারম্যান কবির আহমদ ফাউন্ডেশন ও সংস্থার বিভিন্ন উন্নয়ন মূলক কার্যক্রম তুলে ধরে বলেন, এইচ টি এ সেবা ফাউন্ডেশনের চেয়ারম্যান আশিক আহমদ সুদুর লন্ডন থেকে দেশের অসহায় ও অবহেলিত মানুষের পাশে দাড়িয়ে ঐসব মানুষদের কে সাবলম্বি করার জন্য তিনির ধারাবাহিকতা অব্যাহত রেখেছেন। তাই বিত্তবান সবাই নিজ নিজ অবস্থান থেকে এভাবে সহযোগিতার হাত বাড়ালে আমাদের সমাজের দরিদ্রতার হার অনেকটা কমে যাবে।
উক্ত অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এইচ টি এ সেবা ফাউন্ডেশনের সহ সাধারন সম্পাদক আব্দুল্লাহ আল সুহেল, খলাছড়া জনকল্যান সংস্থার অর্থ সম্পাদক জাহেদ আহমদ, সংস্থার সমাজ কল্যান সম্পাদক খছরুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানে টেকনিশিয়ানের দায়িত্বে ছিলেন তারেক ডিজিটাল ষ্টুডির পরিচালক তারেক আহমদ ও সাজু আহমদ সহ এলাকার সর্বস্থরের মানুষ।
সভাপতি বদরুল হক বাদল বলেন, খলাছড়া জনকল্যাণ সংস্থা সরকার অনুমোদিত দুস্থ মানবতার সেবায় নিয়োজিত একটি সেবা সংস্থা। এই সংস্থাটি দীর্ঘ ১৮ বৎসর থেকে এলাকার হতদরিদ্র মানুষের পাশে দাড়িয়ে এক অনুকরনীয় ভুমিকা রাখছে এবং এলাকার উন্নয়নের জন্য আমরা প্রতিনিয়ত এইচ টি এ সেবা ফাউন্ডেশন থেকে ফান্ড পেয়ে অত্র এলাকার অসচ্ছল ও হতদরিদ্র মানুষের সেবা করে আসছি। এতে সবার সহযোগিতার প্রয়োজন।