কাকলি, পাটনা: জন্মদিনে বিহারের মুখ্যমন্ত্রী নীতিশ কুমারকে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সোমবার ছিল নীতিশ কুমারের ৭০ তম জন্মদিন । এদিন টুইটারে বিহারের মুখ্যমন্ত্রীকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী । এদিন টুইটারে বিহারের উন্নয়নে তাঁর ভূমিকার কথা উল্লেখ করে নীতিশ কুমারের ভূয়সী প্রশংসা করেন প্রধানমন্ত্রী।
এদিকে, নীতিশ কুমারের ৭০ তম জন্মদিন উপলক্ষ্যে বিহার জুড়ে বিকাশ দিবস পালন করা হচ্ছে। বিহারের বিভিন্ন প্রান্তে বিতরণ করা হচ্ছে লাড্ডু, নোট বই, পেনসিল। দরিদ্রদের মধ্যে বিতরণ করা হচ্ছে দুধ। এদিন মুখ্যমন্ত্রীর দীর্ঘায়ুর জন্য মহাবীর মন্দিরে প্রার্থনা করেন নীতিশ কুমারের সমর্থকরা। এদিন দলের সদর দফতরে ৭০ পাউন্ডের কেকও কাটা হয়। নীতিশ কুমারের ছবির সামনে দুধ রেখে জন্মদিনের উত্সব পালন করা হয়।