আর্ন্তজাতিক ডেস্ক: জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়া নিয়ে পাক ন্যাশনাল অ্যাসেম্বলিতে পাশ হওয়া প্রস্তাবকে খারিজ করল ভারত। স্পষ্ট জানিয়ে দিল, এই বিষয়ে হস্তক্ষেপের অধিকারই নেই ইসলামাবাদের। মঙ্গলবার ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এমনটাই জানিয়েছেন।
পুনর্বিন্যাস প্রক্রিয়া সংক্রান্ত পাকিস্তান জাতীয় পরিষদে গৃহীত প্রস্তাব সংক্রান্ত মিডিয়া প্রশ্নের জবাবে বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি এক বিবৃতিতে জানান, “আমরা জম্মু ও কাশ্মীরের ভারতীয় কেন্দ্রশাসিত অঞ্চলে পুনর্বিন্যাস নিয়ে পাকিস্তানের জাতীয় পরিষদে গৃহীত প্রহসনমূলক প্রস্তাবকে স্পষ্টভাবে প্রত্যাখ্যান করি। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে কথা বলা বা হস্তক্ষেপ করার জন্য পাকিস্তানের কোন অবস্থান নেই।” সেই সঙ্গে তিনি আরেকবার মনে করিয়ে দিয়েছেন, ”কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীর এবং লাদাখের সমগ্র অঞ্চল চিরকালই ভারতের অবিচ্ছেদ্য অংশ ছিল, আছে এবং থাকবে।”
উল্লেখ্য, এ মাসের শুরুতেই জমা পড়েছে জম্মু ও কাশ্মীরের পুনর্বিন্যাস প্রক্রিয়ার চূড়ান্ত খসড়া। ২০১৯ সালের আগস্টে ৩৭০ ধারা বাতিল করে জম্মু ও কাশ্মীরকে ভেঙে দেওয়া হয় দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে- জম্মু ও কাশ্মীর এবং লাদাখ। এরপরই নিশ্চিত হয়ে যায়, সংবিধানের নিয়ম মেনে এবার এখানকার লোকসভা ও বিধানসভার আসনেরও পুনর্বিন্যাস করতে হবে। অবশেষে প্রায় আড়াই বছর পরে সেই প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।