শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

‘জয় বাংলা ’স্লোগান শুনে তেড়েফুঁড়ে এলেন শুভেন্দু অধিকারী

পশ্চিমবঙ্গ ডেস্ক: ‘জয় বাংলা’ স্লোগান শুনলেই তেড়েফুঁড়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধীদলীয় নেতা বিজেপির শুভেন্দু অধিকারী। তিনি বলছেন, ‘জয় বাংলা বাংলাদেশের স্লোগান, এসব ভারতে চলবে না’। এ নিয়ে উত্তপ্ত পশ্চিমবঙ্গের রাজনীতি।

পশ্চিমবঙ্গের শাসক দল তৃণমূল কংগ্রেসের স্লোগান ‘জয় বাংলা’। গত বুধবার (৩০ জুলাই) পশ্চিমবঙ্গের হুগলি জেলার পুরশুরা বিধানসভার রাধানগরে কন্যা সুরক্ষার যাত্রা-মিছিলে যোগ দিতে যাচ্ছিলেন শুভেন্দু। যাত্রাপথে তার গাড়িবহরকে লক্ষ্য করে মইদুল নামে এক তৃণমূল সমর্থক ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ওঠেন। এতেই মেজাজ হারান শুভেন্দু। গাড়ি থেকে নেমে এসে ওই কর্মীর সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। তার রক্ষীদের নির্দেশ দেন, মইদুলকে সামনে থেকে সরিয়ে দিতে।

এরপর সেই কর্মীর সামনে দাঁড়িয়ে শুভেন্দু পাল্টা ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে থাকেন। শুভেন্দুর মুখে ‘জয় শ্রীরাম’ শুনে ওই তৃণমূল কর্মী ফের ‘জয় বাংলা’ বলেন। এর পর তাকে ‘রোহিঙ্গা’ বলে কটাক্ষ করেন শুভেন্দু অধিকারী।

এই ইস্যুতে বৃহস্পতিবার (৩১ জুলাই) রাজ্য বিধানসভার সামনে শুভেন্দুর কাছে সাংবাদিকরা প্রশ্ন করেন, ‘জয় বাংলা বললে, আপনি রেগে যাচ্ছেন কেন?’ জবাবে শুভেন্দু বলেন, ‘জয় বাংলা ভারতের স্লোগান নয়। এটা বাংলাদেশের স্লোগান। বাংলাদেশের স্লোগান ভারতে চলবে না। এখানে ভারত মাতা কি জয় বলতে হবে। আর হিন্দু হলে জয় শ্রীরাম বলতে হবে। মুসলিম হলে জয় শ্রীরাম বলার দরকার নেই। ’

তথ্য মতে, ‘জয় বাংলা’ মূলত বাংলাদেশের মুক্তিযুদ্ধকালের স্লোগান। যদিও পরে এই স্লোগান রাজনৈতিকভাবে ব্যবহার করেছে আওয়ামী লীগ। কয়েক বছর আগে হঠাৎ সেই স্লোগান শোনা যায় পশ্চিমবঙ্গেও। ২০১৯ সালে ভারতে লোকসভা নির্বাচনে বিজেপির কাছে ধাক্কা খাওয়ার পর থেকেই রাজ্যটির মুখ্যমন্ত্রী তথা তৃণমূল কংগ্রেস প্রধান মমতার মুখে জয় বাংলা স্লোগান শোনা যায়।

এরপর ২০২১ সালের বিধানসভা নির্বাচনেও বিভিন্ন নির্বাচনী প্রচারণা থেকে মমতাসহ তৃণমূল কংগ্রেসের নেতাদের গলায় উঠে আসে ‘জয় বাংলা’ স্লোগান। কার্যত সেই থেকেই রাজনৈতিক সভা, মিছিল, নির্বাচনী প্রচারসহ বিভিন্ন কর্মসূচিতে ‘জয় বাংলা’ স্লোগান ব্যবহার করে আসছে তৃণমূল কংগ্রেস।

তবে ‘জয় বাংলা’ স্লোগান শুনলে বিজেপির নেতা-কর্মীরা যেমন চটে যাচ্ছেন, তেমন ‘জয় শ্রীরাম’ স্লোগান শুনলে তৃণমূলও ক্ষেপে উঠছে। একটি বাংলাদেশের স্লোগান, অপরটি ধর্মাশ্রয়ী রাজনৈতিক দল বিজেপির ধর্মীয় স্লোগান। কিন্তু এই দুই স্লোগানে বর্তমানে পশ্চিমবঙ্গের রাজনীতি উত্তপ্ত হয়ে উঠেছে।

বছর ঘুরলেই বাংলায় বিধানসভা নির্বাচন। ফলে নির্বাচনের দিন যত ঘনিয়ে আসবে ততই স্লোগান, পাল্টা-স্লোগানের সঙ্গে সরগরম হয়ে উঠবে পশ্চিমবঙ্গের রাজনীতি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *