জাতীয় দলের পেসার আল আমিন হোসেনের বিরুদ্ধে মিরপুর মডেল থানায় শারীরিক নির্যাতন ও যৌতুক দাবির লিখিত অভিযোগ করেছেন তার স্ত্রী ইসরাত জাহান। বৃহস্পতিবার (১ সেপ্টেম্বর) তিনি এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগের বিষয়টি সময় সংবাদকে নিশ্চিত করেন থানার অফিসার ইনচার্জ (ওসি) মোস্তাজিরুর রহমান। তিনি বলেন, ‘ক্রিকেটার আল আমিন হোসেনের বিরুদ্ধে তার স্ত্রী আমাদের কাছে একটি লিখিত অভিযোগ জানিয়েছেন। আমরা বিষয়টি তদন্ত করছি।’
অভিযোগের বিষয়ে ওসি বলেন, মানসিক ও শারীরিক নির্যাতন এবং যৌতুক দাবির অভিযোগ করা হয়েছে।
উল্লেখ্য, দীর্ঘদিন জাতীয় দলের বাইরে থাকা ক্রিকেটার আল আমিন ও ইসরাত দম্পতির দুই পুত্রসন্তান রয়েছে।
এর আগে নারীঘটিত কারণে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে শাস্তির মুখে পড়েছিলেন আল আমিন। এছাড়া নানা সময়ে মাঠে অশোভন আচরণের কারণেও বিতর্কের জন্ম দিয়েছিলেন তিনি।

