শিরোনাম
শনি. জানু ৩১, ২০২৬

জার্মানিতে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপিত

কমিউনিটি নিউজ ডেস্ক: বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের সুবর্ণ জয়ন্তী উদযাপন ও যেকোনো পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে জার্মানিসহ বিশ্বের অন্যান্য দেশের সাথে চলমান দ্বিপক্ষীয় সম্পর্ক আরও মজবুত করার প্রত্যয় নিয়ে বিশেষ এক অনুষ্ঠানের আয়োজন করে জার্মানির বাংলাদেশ দূতাবাস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা গওহর রিজভী বলেন স্বাধীনতার স্বীকৃতি প্রদানের মাধ্যমে দেশের আর্থ-সামাজিক খাতে টেকসই উন্নয়ন, শিক্ষা ও চিকিৎসাসহ ব্যবসা ও বাণিজ্যে বিশ্বের অন্যান্য দেশের মতই জার্মানির অবদান কখনোই ভুলে যাওয়ার মত নয়। এসময় যে কোন পরিস্থিতিতেই দু’দেশের বন্ধন অটুট থাকার বিষয়টি আরও একবার তুলে ধরেন অভিজ্ঞ এই কূটনীতিক।

বিশেষ অতিথির বক্তব্যে দেশটিতে নিযুক্ত রাষ্ট্রদূত মো. মোশাররফ হোসেন ভূঁইয়া বলেন, করোনা পরিস্থিতি কাটিয়ে আসছে, সময়ে বাংলাদেশ এগিয়ে যাবে আরও সামনের দিকে। আর এই এগিয়ে যাত্রায় জার্মানিকে পাশে পাবার আশা ব্যক্ত করেন তিনি। এসময় অনুষ্ঠানে আগত সকল বিদেশী কূটনৈতিকদের বাংলাদেশে আরও বেশি বেশি বিনিয়োগের জন্য জার্মানিসহ অন্যান্য দেশের প্রতি আহ্বান জানান।

এর আগে সকল কূটনীতিক ও আগত অতিথিদের সস্ত্রীক স্বাগত জানান গওহর রিজভী ও রাষ্ট্রদূত।

সবশেষে সন্ধ্যায় বিশেষ সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়। এতে বিশিষ্ট সংস্কৃতিসেবী শিব শংকর পাল ও ড. প্রদ্যুত তালুকদার এর নেতৃত্বে আবৃত্তি দেশাত্মবোধক গান ও নৃত্যে অংশ নেন মো. আবু ফাহিম, অদিতি গুপ্ত, বিপুল পাল, শিখা শংকর পাল, প্রিয়াংকা বণিক, মুনমুন সাহা, তুলতুল ও টুপুরসহ দেশটির মিউনিখের মাতৃমন্দির কালচারাল ফোরামের শিল্পীরা। অনুষ্ঠানে দূতাবাসের সকল কর্মকর্তা, কর্মচারী ও জার্মান ও বার্লিন আওয়ামী লীগসহ সর্বস্তরের প্রবাসী বাংলাদেশীরাও অংশগ্রহণ করেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *