শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাসদের ভার্চুয়াল আলোচনা সভা

বাংলাদেশের জাতীয় সমাজতান্ত্রিক দল, জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে যুক্তরাজ্য জাসদের উদ্যোগে গত ৩১শে অক্টোবর লন্ডনে এক ভার্চুয়াল সভার আয়োজন করা হয়। যুক্তরাজ্য জাসদের সভাপতি এডভোকেট হারুনুর রশীদের সভাপতিত্বে এবং সাধারন সম্পাদক সৈয়দ আবুল মনসুর লিলুর সঞ্চালনায় উক্ত ভার্চুয়াল সভায় প্রধান বক্তা হিসাবে অংশগ্রহন করেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ। বিশেষ বক্তা হিসাবে অংশগ্রহন করে বক্তব্য রাখেন জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সম্পাদক এবং সিলেট জেলা জাসদের সাধারন সম্পাদক কিবরিয়া চৌধুরী। বক্তব্য রাখেন সিলেট জেলা জাসদের যুগ্ম সাধারন সাধারন সম্পাদক বর্তমানে লন্ডনের স্হায়ী বাসিন্দা আলাউদ্দিন আহমদ মুক্তা। অতিথি বক্তা হিসাবে অংশ গ্রহন করেন এবং বক্তব্য রাখেন যুক্তরাজ্য প্রগ্রেসিভ ফোরামের আহবায়ক ডঃ মুখলিসুর রহমান মুকুল, যুক্তরাজ্য ন্যাপ এবং ক্যাটারার্স নেতা সৈয়দ হাসান আহমদ, কানাডা জাসদের মোহাম্মদ রুকুন উদ্দিন এবং সাইফুল চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে স্বাধীন বাংলাদেশের স্হপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়। গভীর শ্রদ্ধার সাথে স্বরণ করা হয় জাসদের প্রতিষ্ঠাকালীন অন্যতম নেতা এবং ১৯৭৫ সালের ৭ই নভেম্বরের সিপাহী জনতার অভ্যুত্থানের মহানায়ক শহীদ কর্ণেল আবু তাহেরকে। এছাড়া ১৯৭২ সালের ৩১শে অক্টোবর জাসদের জন্মলগ্ন থেকে বিভিন্ন সময়ে যারা খেঁটে খাওয়া মেহনতি মানুষের অধিকার আদায়ের গণতান্ত্রিক সংগ্রাম, স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং ছাত্র আন্দোলনে শহীদ হয়েছেন, তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়। জাসদের নেতা কর্মীরা যারা বার্ধক্যজনিত এবং রোগব্যাধির কারনে মৃত্যুবরণ করেছেন যেসব নেতৃবৃন্দ রুহের মাগফিরাত কামনা করা হয় এবং তাদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানানো হয়।

যুক্তরাজ্য জাসদের উদ্যোগে আয়োজিত জাসদের ৪৯তম প্রতিষ্ঠা বার্ষিকীর এই ভার্চুয়াল সভায় জাসদ কেন্দ্রীয় কার্যকরী কমিটির সহ সভাপতি এবং সিলেট জেলা জাসদের সভাপতি জননেতা লোকমান আহমদ বলেন, ১৯৭২ সালে ৩১শে অক্টোবর সদ্য স্বাধীন বাংলাদেশে তৎকালীন রাজনৈতিক প্রেক্ষাপটে জাতির বৃহত্তর স্বার্থে মুক্তিযুদ্ধ থেকে সদ্য ফেরত আসা একঁঝাক মুক্তিযোদ্ধাদের সমন্ময়ে অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক, সমাজতান্ত্রিক বাংলাদেশ গড়ার লক্ষ্য নিয়ে জন্ম নিয়েছিল জাতীয় সমাজতান্ত্রীক দল-জাসদ। জন্ম লগ্নেই শাসকগোষ্ঠী ও প্রতিক্রিয়াশীলদের বিরুদ্ধে সংগ্রামে জাসদের শতশত নেতা-কর্মীকে হত্যা করা হয়, হাজার হাজার নেতা-কর্মী জেল-জুলুম-নির্যাতনের শিকার হন। আজও বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পর জাসদ সমাজতন্ত্রের সেই আদর্শকে সমন্নত রেখে তাঁর লক্ষ্যের দিকে এগিয়ে যাচ্ছে। যেখানেই অত্যাচার, অবিচার, দলবাজী, সন্ত্রাসবাদ, জঙ্গীবাদ, মৌলবাদ, সেখানেই জাসদের প্রতিবাদ প্রতিরোধ অব্যাহত আছে। তিনি আরো বলেন, ২০০৮ সালের নির্বাচনে জাসদ ১৪ দলীয় জোটগতভাবে নির্বাচনে অংশগ্রহণ করে ৩ টি আসনে বিজয়ী হয়। মহাজোট সরকারে জাসদের অংশগ্রহণ না থাকলেও সরকারের বাইরে থেকেই জাসদ শেখ হাসিনার নেতৃত্বে মহাজোট সরকারকে নীতিগত সমর্থন দেয়ার পাশাপাশি সংসদ-রাজপথে যুদ্ধাপরাধীদের বিচার ও জঙ্গিবাদ-মৌলবাদের বিরুদ্ধে বলিষ্ঠ অবস্থান নিয়ে কাজ করে যাচছে। আলোচনায় অংশগ্রহনকারী অন্যান্য বক্তারা বলেন, জাসদ সব সময় একাত্তরের মহান মুক্তিযুদ্ধের চেতনাকে বুকে ধারণ করে রাজনীতি করে, তাই যখনই মুক্তিযুদ্ধ এবং অসাম্প্রদায়িক চেতনার উপর আঘাত আসে তখনই জাসদের প্রতিটি নেতা কর্মী তাদের সর্ব শক্তি দিয়ে এর বিরুদ্ধে রুঁখে দাড়ায়। তাই জাসদ মনে করে অসাম্প্রদায়িক বাংলাদেশের প্রশ্নে কারো সাথে আপোষ করা চলবেনা। এ প্রসঙ্গে বক্তারা সম্প্রতি বাংলাদেশের বিভিন্ন স্হানে দুর্গাপুজার সময় ঘটে যাওয়া সন্ত্রাসী কর্মকান্ডের তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করেন এবং এই ন্যাক্কার জনক ঘটনার সাথে জড়িত ব্যাক্তিদের দৃষ্টান্তমুলক শাস্তির দাবী জানান। বক্তাগণ ১৯৮৬ সালের ২৪শে সেপ্টেম্বর সিলেটে জামাত শিবিরের হাতে তৎকালীন ছাত্র সংগ্রাম পরিষদের নেতা শহীদ মুনির, তপন, এবং জুয়েলের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান এবং তাদের খুনিদের খুজে বের করে বিচারের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য সরকারের প্রতি দাবী জানান। 

ভার্চুয়াল সভায় যুক্তরাজ্য জাসদের নেতৃবৃন্দ যারা অংশ গ্রহণ করেন এবং বক্তব্য রাখেন তারা হলেন যথাক্রমে, যুক্তরাজ্য জাসদের সাবেক সাধারন সম্পাদক সিনিয়র জাসদ নেতা ইমতিয়াজ আহমদ, সহসভাপতি এবং গ্রেটার লন্ডন জাসদের সভাপতি সৈয়দ এনামুল হক, যুক্তরাজ্য জাসদের যুগ্ম সাধারন সম্পাদক এবং বার্মিংহাম জাসদের সভাপতি সালেহ আহমদ, যুক্তরাজ্য জাসদের সহ সম্পাদক এবং বার্মিংহাম জাসদের সাধারন সম্পাদক সোহেল আহমদ চোধুরী, যুক্তরাজ্য জাসদের অর্থ বিষয়ক সম্পাদক রেদঁয়ান খাঁন। আরও অংশগ্রহণ করেন যুক্তরাজ্য জাসদের সিনিয়র নেতা ডঃ আবু মুস্তফা, প্রচার যোগাযোগ সম্পাদক এমরান আহমদ, কার্যকরী কমিটির সিনিয়র সদস্য শামীম আহমদ, মহিলা বিষয়ক সম্পাদক সৈয়দা বিলকিস মনসুর, যুক্তরাজ্য নারী জোট নেত্রী রেহানা বেগম। এছাড়া ব্যক্তিগত কাজ থাকায় অনুষ্ঠানে অংশগ্রহণ করতে না পারায় অপরাগতা প্রকাশ করেন যুক্তরাজ্য জাসদের দপ্তর সম্পাদক সাবুল সামসুজ্জামান এবং সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন খাঁন শামীম। প্রেস বিজ্ঞপ্তি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *