বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ৩০ মে। ১৯৮১ সালের এইদিন চট্টগ্রাম সার্কিট হাউসে নিহত হন তিনি।
জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী উপলক্ষে সপ্তাহব্যাপী কর্মসূচি গ্রহণ করেছে বিএনপি।
সোমবার (৩০ মে) ভোর ৬টায় দলের নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত রাখা, এ সময় কালো পতাকা উত্তোলনের পাশাপাশি দলের নেতাকর্মীরা কালো ব্যাজ ধারণ, সোমবার বেলা ১১টায় দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা জিয়াউর রহমানের মাজারে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি এবং সব অঙ্গ ও সহযোগী সংগঠন পর্যায়ক্রমে মাজার জিয়ারত করবে।
বুধবার (১ জুন) জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা-জাসাস এবং কৃষকদলের আলোচনা সভা। ৪ জুন জাতীয়তাবাদী তাঁতী দল, ৫ জুন জাতীয়তাবাদী ছাত্রদল, ৬ জুন জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল এবং ৭ জুন জাতীয়তাবাদী মৎস্যজীবী দল আলোচনা সভার আয়োজন করেছে।
এছাড়া সোমবার ঢাকা মহানগর উত্তর বিএনপির উদ্যোগে মহানগরের ২৭টি থানাধীন ৭১টি ওয়ার্ডে খাদ্য ও বস্ত্র বিতরণ করা হবে বলে বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইং সদস্য শায়রুল কবির খান জানিয়েছেন।