উত্তরবঙ্গে অতিভারী বৃষ্টি!

উত্তরবঙ্গে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে বেশ কয়েকটি জায়গায়। গতকালও উত্তরবঙ্গের বেশ কিছু এলাকায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হয়েছে। তবে জুলাইয়ের প্রথম সপ্তাহেও একই রকমের পূর্বাভাস রয়েছে আবহাওয়ার।

দক্ষিণবঙ্গের পরিস্থিতি

এদিকে দক্ষিণবঙ্গে অস্বস্তির গরম অব্যাহত। এদিকে, কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলার তাপমাত্রা ৩১ ডিগ্রির আশপাশ দিয়ে যাচ্ছে। আর্দ্রতার পরিমাণ বেড়ে যাওয়ার অস্বস্তি প্রবল।

কোন কোন জেলায় বৃষ্টি?

আলিপুরদুয়ার, কোচবিহারের মতো জেলায় এদিমও বৃষ্টির সম্ভবনা প্রবল।এছাড়াও উত্তরবঙ্গের জলপাইগুড়িতে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বৃষ্টি হতে পারে, মালদহ, দক্ষিণ দিনাজপুরে।

কলকতার পরিস্থিতি

কলকাতায় এদিনও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, সেই বৃষ্টিতে তপ্ত মাটি কতটা ভিজবে তা নিয়ে সন্দেহ! কলকাতা সংলগ্ন বাকি জেলাতেও হালকার দিকে বৃষ্টি হওয়ার সম্ভবনা রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed