শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

টানা আট মাস পর ত্রিপুরায় স্কুল-কলেজে পঠন-পাঠন শুরু

সন্দীপ / সমীপ, আগরতলা: করোনা-র প্রকোপে দীর্ঘ আট মাস স্কুল-কলেজ বন্ধ থাকার পর আজ থেকে ত্রিপুরায় দশম ও দ্বাদশ এবং কলেজে পঠন-পাঠন শুরু হয়েছে।

এ-বিষয়ে শিক্ষামন্ত্রী বলেন, আজ (সোমবার) প্রথমদিন সরেজমিনে পর্যবেক্ষণ করতে মহারানি তুলসিবতী উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয়, কামিনী কুমার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, শিশুবিহার উচ্চ মাধ্যমিক বিদ্যালয়, উমাকান্ত অ্যাকাডেমি (ইংরেজি মাধ্যম), মহাত্মা গান্ধী মেমোরিয়াল উচ্চ মাধ্যমিক বিদ্যালয় সহ মহিলা মহাবিদ্যালয়, এমবিবি কলেজ, বিবিএম কলেজে গিয়েছি। ছাত্রছাত্রীদের সঙ্গে কথা বলেছি। দীর্ঘদিন পর শিক্ষাঙ্গনে এসে তাঁরা অত্যন্ত খুশি। তাঁর দাবি, আজ ছাত্রছাত্রী এবং শিক্ষক-শিক্ষিকার উপস্থিতির হার ছিল সন্তোষজনক। সরকারি নির্দেশাবলী ও স্বাস্থ্যবিধি ঠিকমতো পালন করা হচ্ছে কিনা তা সরেজমিনে প্রত্যক্ষ করেছি।

তিনি বলেন, করোনা-প্রকোপের মধ্যেও শিক্ষক-শিক্ষিকারা অনলাইনে ক্লাস নিয়েছেন। তাছাড়া, নেইবারহুড ক্লাস এখনও চলছে। স্কুল-কলেজে অংশ নেওয়ার ক্ষেত্রে অভিভাবকদের সম্মতি নেওয়া হয়েছে। তাঁর বক্তব্য, দশম ও দ্বাদশের সাফল্য দেখেই অন্য শ্রেণির পঠন-পাঠন চালু করার বিষয়ে চিন্তাভাবনা হবে। তাঁর কথায়, ত্রিপুরায় করোনা-র প্রকোপ এখন অনেকটা কমেছে। তবুও নিশ্চিন্ত হওয়ার সময় আসেনি। তাই আরেকটু পরীক্ষা-নিরীক্ষা করে অন্য শ্রেণির পঠন-পাঠন চালু করা হবে।

মন্ত্রী জানিয়েছেন, এ-বছর বোর্ড পরীক্ষার আগে স্কুলে কোনও পরীক্ষা নেওয়া হবে না। তবে প্রস্তুতিস্বরূপ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহ পর বোর্ড পরীক্ষা নেওয়া হবে। এদিকে বোর্ড পরীক্ষা পিছিয়ে যাওয়ার বিষয়ে নিশ্চিতভাবে এখনই কিছু বলা যাচ্ছে না। তাই সকলকে প্রস্তুতি নেওয়ার জন্য পরামর্শ দিয়েছেন শিক্ষামন্ত্রী।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *