ক্রীড়া ডেস্ক: গত মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগে টানা চতুর্থবারের মতো শিরোপা জয় করে ঘরোয়া ফুটবলে ইতিহাস গড়েছিল বসুন্ধরা কিংস। এবার সে ইতিহাসকে আরো উঁচুতে তুললো লাল জার্সিধারীরা।

আজ শনিবার ময়মনসিংহের রফিক উদ্দিন ভূঁইয়া স্টেডিয়ামে মোহামেডানকে ২-১ গোলে হারিয়ে ৩ ম্যাচ হাতে রেখেই পঞ্চম শিরোপা জিতে অনন্য কীর্তি গড়লো বসুন্ধরা কিংস। স্বাধীন বাংলাদেশের ফুটবলে বসুন্ধরা কিংসই প্রথম কোনো ক্লাব, যারা টানা পাঁচটি লিগ শিরোপা ঘরে তুললো।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ে এই মৌসুমে ট্রেবল জয়ের সম্ভাবনাও জাগিয়ে তুললো বসুন্ধরা কিংস। মৌসুমের প্রথম টুর্নামেন্ট স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হয়েছে তারা। জিতেছে প্রিমিয়ার লিগের শিরোপাও। এখন বাকি শুধু ফেডারেশন কাপ। মঙ্গলবার দ্বিতীয় সেমিফাইনালে আবাহনীকে হারাতে পারলে ট্রেবল জয়ের সম্ভাবনাও থাকবে তাদের সামনে।

চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৪০ পয়েন্ট নিয়ে শিরোপা নিশ্চিত করেলো কিংস। গত মৌসুমে শিরোপা নিশ্চিত করার ম্যাচে একাই ৪ গোল করেছিলেন ব্রাজিলের ডরিয়েলটন গোমেজ। পঞ্চম শিরোপা জয়ের ম্যাচে দুটি গোলই করেছেন তিনি।

টানা ১৪ ম্যাচে অপরাজিত থাকা মোহামেডান অবশেষে হার মানলো। এই হারে রানারআপ হওয়ার লক্ষ্যটাও চ্যালেঞ্জের মুখে পড়লো সাদাকালোদের।

জিতলেই চ্যাম্পিয়ন- এমন সমীকরণ সামনে রেখে খেলতে নেমে কিংস শুরু থেকেই চেপে ধরে মোহামেডানকে। ১৯ মিনিটে মিগুয়েলের বাড়ানো বল থেকে গোল করে কিংসকে এগিয়ে দেন ডরিয়েলটন। দ্বিতীয়ার্ধের অষ্টম মিনিটে সেই ডরিয়লটন ব্যবধান দ্বিগুণ করেন কর্নার থেকে উড়ে আসা বলে হেড করে। ব্যবধান দ্বিগুণ করা গোলে এ ব্রাজিলিয়ান ছুঁয়ে ফেলেন ১৩ গোল করা মোহামেডানের সোলেমান দিয়াবাতেকে।

এবারের লিগে কিংস একটি ম্যাচ হেরেছিল এবং সেটা মোহামেডানের কাছেই। ওই ম্যাচে গোল করেছিলেন মিনহাজুল সাকিব। শনিবার এই ম্যাচেও সেই মিনহাজুলের গোলে ৬৬ মিনিটে ব্যবধান কমায় মোহামেডান। এর পরপরই শাহরিয়ার ইমন মিস না করলে সমতায়ও ফিরতে পারতো সাদাকালোরা।

মোহামেডান পারেনি বসুন্ধরা কিংসকে চ্যাম্পিয়ন হওয়ায় বিলম্ব ঘটাতে। তিন ম্যাচ হাতে রেখেই টানা পঞ্চম শিরোপা জিতে ঢাকায় ফিরছে ঘরোয়া ফুটবলের এই নতুন পরাশক্তি দলটি। এই জয়ে মোহামেডানের বিপক্ষে দারুণ এক প্রতিশোধও নেওয়া হলো কিংসের। মোহামেডান হেরে যাওয়ায় চলতি প্রিমিয়ার লিগে আর কোনো দলই অপরাজিত থাকলো না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You missed