শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

টুইটে, শ্রদ্ধায়, ভালোবাসায় চিরঘুমে দিলীপ কুমার

টুইটে, শ্রদ্ধায়, ভালোবাসায় আপ্লুত হয়েই চিরঘুমে গেলেন উপমহাদেশের অন্যতম শ্রেষ্ঠ অভিনেতা দিলীপ কুমার। গতকাল বুধবার বিকেলে কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের দাফন হয় মুম্বাইয়ের জুহুর শান্তাক্রুজ কবরস্থানে। রাষ্ট্রীয় মর্যাদায় তাঁকে শেষ শ্রদ্ধা জানানো হয়। এই করোনার মধ্যেও দুই শতাধিক মানুষের সমাগম লক্ষ করা যায়। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন। শেষ বিদায়ে অভিনেতার মরদেহে জড়িয়ে দেওয়া হয় ভারতের জাতীয় পতাকা। বলিউডের কিংবদন্তি অভিনেতা দিলীপ কুমারের মৃত্যুতে শোকে মুহ্যমান উপমহাদেশের মানুষ। ভারতবর্ষের রাজনীতিক থেকে বলিউডের তারকারা সামাজিক যোগাযোগমাধ্যমে দিলীপ কুমারের উদ্দেশে গভীর শোক প্রকাশ করছেন।

শ্রদ্ধার টুইটে যা লিখলেন ইমরান খান, মোদি থেকে অমিতাভ: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, রাজনীতিক রাহুল গান্ধী, আরেক কিংবদন্তি অভিনেতা অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, অজয় দেবগনসহ আরও অনেকে দিলীপ কুমারের প্রতি শেষ শ্রদ্ধা জানিয়ে টুইট করেছেন।

পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান লিখেছেন, তাঁর ক্যানসার হাসপাতালের জন্য টাকা তুলতে সাহায্য করেছিলেন দিলীপ কুমার। ‘আমি কখনোই ওনার সেই দরাজ মনের কথা ভুলতে পারব না…হাসপাতালের প্রথম ১০ শতাংশ অর্থ এসেছিল ওনার পাকিস্তান ও লন্ডনের অনুষ্ঠান থেকে।’ সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন ইমরান খান।

অমিতাভ বচ্চন লিখেছেন, ‘একজন প্রতিষ্ঠানের বিদায়। ভারতীয় চলচ্চিত্রের ইতিহাস যখন লেখা হবে, তখন সেটা শুরু হবে দিলীপ কুমারকে দিয়ে, শেষও হবে তাঁকে দিয়ে। তাঁর আত্মার শান্তি ও তাঁর পরিবারের তাঁকে হারানোর শূন্যতা সহ্য করতে পারে, সে জন্য দোয়া করি। বেদনার্ত হৃদয়ে আসুন করজোড় করি, করজোড় করি, করজোড় করি।’

দিলীপ কুমারের স্ত্রী সায়রা বানুকে ফোন করে সান্ত্বনা জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সমবেদনা জানিয়ে প্রধানমন্ত্রী মোদি লিখেছেন, ‘চলচ্চিত্রজগতের একজন কিংবদন্তি হিসেবে তাঁকে সারা জীবন স্মরণ করা হবে। তাঁর মধ্যে ঈশ্বরপ্রদত্ত প্রতিভা ছিল। তাই সব প্রজন্মের দর্শক তাঁর অভিনয়গুণে মুগ্ধ ছিলেন। তাঁর চলে যাওয়া আমাদের সাংস্কৃতিক দুনিয়ার জন্য অপূরণীয় ক্ষতি। তাঁর পরিবার, বন্ধুবান্ধব আর অনুরাগীদের প্রতি আমার সমবেদনা।’

বলিউড তারকা অক্ষয় কুমার টুইটে লিখেছেন, ‘সারা দুনিয়ার কাছে অন্য কেউ হিরো হতে পারে। কিন্তু আমাদের অভিনেতাদের কাছে তিনিই ছিলেন হিরো। দিলীপ কুমার স্যার, আপনি একটা যুগকে সঙ্গে নিয়ে চলে গেলেন। তাঁর পরিবারের প্রতি সমবেদনা, তাঁর আত্মার জন্য শান্তি কামনা।’

দিলীপ কুমারের সঙ্গে একটি ছবি পোস্ট করে বলিউড তারকা অজয় দেবগন জানান, প্রয়াত এ কিংবদন্তির সঙ্গে কাজ করার সুযোগ পেয়েছিলেন তিনি। তিনি লিখেছেন, ‘কিংবদন্তির সঙ্গে কিছু মুহূর্ত শেয়ার করলাম। কিছু অত্যন্ত ব্যক্তিগত, আর কিছু মঞ্চের। তাঁর মৃত্যুর খবরের জন্য আমি প্রস্তুত ছিলাম না। তিনি একটি প্রতিষ্ঠান, কালজয়ী অভিনেতা। আমার মনটা ভেঙে গেছে। সায়রাজির প্রতি গভীর সমবেদনা।’

বলিউড অভিনেতা রিতেশ দেশমুখ টুইটে সমবেদনা জানিয়েছেন। দিলীপ কুমারের মৃত্যুতে শোকাহত রিতেশ দিলীপ কুমার ও সায়রা বানুর সঙ্গে কিছু অপ্রকাশিত ছবি শেয়ার করে লিখেছেন, ‘যে অভিনয়শিল্পীরা আজ ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন, তাঁরা দিলীপ সাহেবকে একজন শিক্ষক হিসেবে ধন্যবাদ জানাবেন। তিনি প্রকৃত অর্থেই এক প্রতিষ্ঠান। আমার হৃদয় আজ ক্ষতবিক্ষত। আমার পিঠে তাঁর আলতো টোকা, তাঁর ভালোবাসামাখা দুই চোখ, আমার কপালে স্নেহের চুম্বন, এসব মিস করব।’

সুনীল শেঠি লিখেছেন, ‘ভারতীয় চলচ্চিত্রের সবচেয়ে উজ্জ্বল তারকাকে হারালাম, আজ একটা যুগের অবসান হলো। দিলীপ সাহেব, আপনি আমাদের হৃদয়ে সব সময় জ্বলজ্বল করবেন। আপনার আত্মা প্রশান্তি লাভ করুক।’ বলিউড তারকা সানি দেওল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত এই অভিনেতার উদ্দেশে লিখেছেন, ‘এক যুগের অবসান হলো। আপনার অভাব সারা জীবন বোধ করব আমরা।’ বলিউড তারকা সানি দেওল সামাজিক যোগাযোগমাধ্যমে প্রয়াত এই অভিনেতার উদ্দেশে লিখেছেন, ‘এক যুগের অবসান হলো। আপনার অভাব সারা জীবন বোধ করব আমরা।’ সোনু সুদ লিখেছেন, কিংবদন্তিরা হারায় না, তাঁরা কেবল মঞ্চ পরিবর্তন করেন।’

রাহুল গান্ধী লিখেছেন, ‘দিলীপ কুমারজির পরিবার, বন্ধুবান্ধব এবং ভক্তদের প্রতি আমার গভীর সমবেদনা। ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় তাঁর অভাবনীয় অবদানের কথা আগামী প্রজন্মও মনে রাখবে।’ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘দিলীপ সাহেব ভারতে এক ইতিহাস রচনা করেছিলেন। তিনি সব ভারতীয়র অন্তরে সারা জীবন জীবিত থাকবেন।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *