শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

টেকনাফে রোহিঙ্গা ডাকাত দলের সদস্য গ্রেফতার

কক্সবাজারের টেকনাফের নয়াপাড়ার নিবন্ধিত শরণার্থী ক্যাম্প এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি রামদাসহ রোহিঙ্গা সন্ত্রাসী সাইফুল ইসলাম (২১) নামে এক যুবককে গ্রেফতার করেছে এপিবিএন পুলিশ সদস্যরা।

গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার হ্নীলা ইউনিয়নের নয়াপাড়া ক্যাম্পের বি ব্লক এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।

তিনি একই ক্যাম্পের ডি ব্লকের, শেড৭৩২/৭, এমআরসি নম্বর ৩৩৩৩৫ বাসিন্দা মো. ইলিয়াসের ছেলে। এপিবিএন এর দাবি গ্রেফতার যুবক রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের সক্রিয় সদস্য।

১৬ আমর্ড ব্যাটালিয়ন (এপিবিএন) পুলিশের অধিনায়ক মো. তারিকুল ইসলাম তারিক এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে নয়াপাড়া নিবন্ধিত শরণার্থী ক্যাম্পের বি ব্লক এলাকায় অভিযান চালিয়ে দেশীয় তৈরি রামদাসহ রোহিঙ্গা সন্ত্রাসী সালমান শাহ গ্রুপের এক সক্রিয় সদস্য মো. সাইফুল ইসলামকে গ্রেফতার করা হয়।

তার বিরুদ্ধে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে। পরে তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দিয়ে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *