আরাকান নিউজ ডেস্ক: বাংলাদেশের কক্সবাজার জেলার টেকনাফ উপজেলার একটি রোহিঙ্গা ক্যাম্পের তরুণীকে ধর্ষণের অভিযোগে স্থানীয় এক তরুণকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা তিনটার দিকে নিজ বাড়ি থেকে মোহাম্মদ দেলোয়ার (২৩) নামের অভিযুক্ত তরুণকে আটক করে পুলিশ।
শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে এ তথ্য নিশ্চিত করেন ১৬ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক ও পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।
এপিবিএন ও টেকনাফ মডেল থানা-পুলিশ সূত্রে জানা যায়, ২০ বছর বয়সী রোহিঙ্গা তরুণীকে বিয়ের কথা বলে গত ২ মার্চ নিজের ঘরে নিয়ে ধর্ষণ করেন মোহাম্মদ দেলোয়ার। এর পর থেকে ওই বাড়িতে তরুণীকে আটকে রাখা হয়েছিল। বৃহস্পতিবার সন্ধ্যায় ওই তরুণী তাঁর মায়ের কাছে ফিরে আসে। পরিবারের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পে নিয়োজিত এপিবিএনের কাছে তরুণীকে আটকে রেখে ধর্ষণের বিষয়ে অভিযোগ করে। শুক্রবার বিকেলে অভিযুক্ত তরুণকে আটক করা হয়। আর ওই তরুণীকে পুলিশি হেফাজতে নেওয়া হয়।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাফিজুর রহমান সাংবাদিকদের বলেন, তরুণী ও অভিযুক্ত তরুণ—দুজনই বর্তমানে পুলিশের হেফাজতে। তরুণের বিষয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে। আর শনিবার সকালে স্বাস্থ্য পরীক্ষার জন্য তরুণীকে কক্সবাজারে হাসপাতালে পাঠানো হবে।