শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ট্রাম্প গ্রেপ্তার, মার্কিন রাজনৈতিক ইতিহাসে নজিরবিহীন দিন

আন্তর্জাতিক ডেস্ক: যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডনাল্ড ট্রাম্পকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তিনি অল্পক্ষণ আগে ম্যানহাটান ডিস্ট্রিক এটর্নি অফিসে পেঁৗছেন। সেখানে তিনি গ্রেপ্তারের অধীনে রয়েছেন।

তার বিরুদ্ধে অভিযোগ গঠনের আগে পর্যন্ত তিনি পুলিশি হেফাজতে থাকবেন। এ খবর দিয়েছে অনলাইন সিএনএন।

সেখানে তাকে গ্রেপ্তারের অংশ হিসেবে আঙ্গুলের ছাপ নেয়ার কথা। তবে তার ছবি তোলা হবে কিনা তা জানা যায়নি। এরপরই তাকে কোর্টে তোলার কথা। সেখানে তার বিরুদ্ধে অভিযোগ গঠন হবে। আদালতে তার উপস্থিতি হবে দ্রুততর।

তবে তাকে গ্রেপ্তার দেখানো হলেও তার হান্ডকাপ পরানো হবে না বলেই জানা যাচ্ছে। তিনি এ রিপোর্ট লেখা পর্যন্ত অব্যাহতভাবে আইনি সুরক্ষার অধীনে আছেন।

যুক্তরাষ্ট্রের ইতিহাসে এই প্রথম কোনো প্রেসিডেন্ট ফৌজদারি অপরাধে অভিযুক্ত হয়ে গ্রেপ্তার হলেন। দেশটির রাজনৈতিক ইতিহাসে আজকের দিনটিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে।

আশা করা হচ্ছে, সাবেক মার্কিন প্রেসিডেন্ট আজ জামিনে মুক্তি পাবেন। পরে সন্ধ্যায় তিনি ফ্লোরিডা অঙ্গরাজ্যে ফিরে যাবেন বলে ধারণা করা হচ্ছে।

এর আগে গত বৃহস্পতিবার নিউইয়র্কের গ্র্যান্ড জুরি ট্রাম্পকে অভিযুক্ত করেন। ২০১৬ সালের প্রেসিডেন্ট নির্বাচনের আগে এক পর্নো তারকার মুখ বন্ধ রাখতে ঘুষ দেওয়ার অভিযোগ রয়েছে ট্র্রাম্পের বিরুদ্ধে। তাঁর দল রিপাবলিকান পার্টি মনে করে, মামলাটি রাজনৈতিক প্রভাবিত এবং ডেমোক্র্যাটরা এর পেছনে কলকাঠি নাড়ছেন।

অভিযোগ উঠেছে, সাবেক মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলসের শারীরিক সম্পর্ক হয় ২০০৬ সালে। এটি ছিল মেলানিয়াকে বিয়ে করার পরের বছর। ২০১৬ সালে নির্বাচনের আগে ড্যানিয়েলসের মুখ বন্ধ রাখতে আইনজীবীর মাধ্যমে ট্রাম্প ১ লাখ ৩০ হাজার ডলার অর্থ দিয়েছিলেন।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *