শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত

A Border Security Force (BSF) personnel patrols near the India Bangladesh fencing border ahead of 72nd Independence Day celebrations, at Lankamura village in Agartala, the capital of northeastern state of Tripura on August 13, 2018. - Indian Independence Day is celebrated every year on August 15th to commemorate the nation's independence from the United Kingdom on 15 August 1947. (Photo by Arindam DEY / AFP)

ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝারী সীমান্তে শরিফুল ইসলাম ওরফে খাটা মোহাম্মদ (৩০) নামে এক বাংলাদেশি যুবককে গুলি করে হত্যা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।

বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার সীমান্তের ৩৮০/৮-এস নম্বর পিলার এলাকার বিপরীতে ভারতের ১৭১ বড়বিল্লা বিএসএফ ক্যাম্পের টহলরত সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছোড়ে। এতে ঘটনাস্থলে নিহত হন তিনি।

আমজানখোর ইউপির চেয়ারম্যান মো. আকালু জানান, শরিফুল ইসলাম উপজেলার ছোট চড়ইগেতী গ্রামের আব্দুল হোসেনের ছেলে।

স্থানীয়রা জানায়, নিহত শরিফুলসহ আর কয়েকজন সকালে বাড়ির অদূরে নাগর নদীতে মাছ ধরতে যায়। একপর্যায়ে তারা নদী থেকে উঠে সীমান্ত এলাকায় গেলে বিএসএফ তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে। দুই সন্তানের বাবা শরিফুলের সঙ্গীরা তার গুলিবিদ্ধ লাশ বাংলাদেশে নিয়ে আসেন।

বালিয়াডাঙ্গী থানা ওসি হাবিবুল হক প্রধান এই তথ্য নিশ্চিত করে বলেন, শরিফুল নদীতে মাছ ধরতে গিয়ে বিএসএফের গুলিতে নিহত হয়।

ঠাকুরগাঁও-৫০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল শহিদুল ইসলাম সত্যতা নিশ্চিত করে বলেন, নিহত ব্যক্তির লাশ বেউরঝাড়ি বিওপির বিজিবি এবং বালিয়াডাঙ্গী থানা-পুলিশ উদ্ধার করেছে। ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে বলে জানান তিনি।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *