শিরোনাম
বৃহঃ. জানু ১৫, ২০২৬

‘ডাক্তার কাকু’ তে বাবা ও ছেলের গল্প নিয়ে আসছে পাভেল, অভিনয়ে প্রসেনজিত্‍-ঋদ্ধি

কলকাতা: প্রথমবার প্রসেনজিত্‍ ও ঋদ্ধি একই ফ্রেমে ধরা দিতে চলেছেন। যেখানে ঋদ্ধির বাবার ভূমিকায় দেখা যেতে চলেছে অভিনেতা প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায়কে। ছবির নাম “ডাক্তার কাকু”। “ডাক্তার বাবু” এই কথাটার মধ্যেই লুকিয়ে থাকে একরাশ আশা। করোনা পরিস্থিতির মধ্যেই ডাক্তার নার্স স্বাস্থ্য কর্মীরা তাদের নিয়মিত জীবনের ঊর্ধ্বে উঠে কাজ করেছেন, মানুষকে সুস্থ করে তুলেছেন। তবুও অনেকের দাবি বর্তমানে চিকিত্‍সা একটা ব্যবস্থা না বরং ব্যাবসা।

এই দুই ধরনের মানসিকতাকে সামনে রেখেই নতুন সিনেমা নিয়ে আসছেন পাভেল। সিনেমার নাম ডাক্তার কাকু।প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও ঋদ্ধি সেন ছাড়াও এই ছবিতে অভিনয় করেছেন এনা সাহা। এছাড়া টলিপাড়ার বেশ কিছু চেনা মুখেদের দেখতে পাওয়া যেতে চলেছে এই ছবিতে। প্রসঙ্গত, এই মুহূর্তে এনা সাহা যশ দাশগুপ্তর সঙ্গে ‘চিনেবাদাম’-এর শুটিং-এ ব্যস্ত।অন্যদিকে কিছুদিন আগেই ওটিটি প্ল্যাটফর্ম হইচই-য়ে মুক্তি পেয়েছে ‘গার্লফ্রেন্ডস অ্য়ান্ড বয়ফ্রেন্ডস’।

যেখানে মৈনাক ভৌমিকের পরিচালনায় অভিনয় করতে গেছে ঋদ্ধি সেনকে। ঋদ্ধি ছাড়াও ওয়েব সিরিজটিতে দেখা গেছে ঋতব্রত মুখোপাধ্যায় ইশা সাহার মত অভিনেতাদের। এর আগে কৌশিক গঙ্গোপাধ্যায়ের পরিচালনায় ‘কিশোরকুমার জুনিয়র’-এ বাবা ও ছেলের ভূমিকায় অভিনয় করেছেন প্রসেনজিত্‍ চট্টোপাধ্যায় ও ঋতব্রত মুখোপাধ্যায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *