শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

ডিরেক্টরস গিল্ডের সদস্য ব্যতীত কেউ নাটক বানাতে পারবেন না

টেলিভিশন নাট্যাঙ্গনে শৃঙ্খলা ফেরানোর উদ্যোগ নিয়েছে ডিরেক্টরস গিল্ড। টেলিভিশন নির্মাতাদের এই সংগঠন সম্প্রতি এক প্রজ্ঞাপনে বলেছে, ডিরেক্টরস গিল্ডের সদস্য ব্যতীত কেউ নাটক বানাতে পারবেন না। থাকতে হবে নিয়মিত সদস্যপদ।

ডিরেক্টরস গিল্ডের সহসভাপতি শিহাব শাহীন বলেন, ‘বহুদিন ধরেই এই চেষ্টা চলছে। কারণ নাটকের নানা অসামঞ্জস্য নিয়ে প্রায়ই আমাদের প্রশ্নের মুখোমুখি হতে হয়। দেখা যায় যাকে নিয়ে কথা হচ্ছে তিনি আমাদের সংগঠনের সদস্যই নন। সাংগঠনিকভাবে এটা করার উদ্দেশ্য—কাজের জায়গায় এক ধরনের স্বচ্ছতা, জবাবদিহি তৈরি করা, নিয়ম–শৃঙ্খলার মধ্যে কাজ করা। তাহলে বিতর্কিত কিছু বা কোনো সমস্যা হলে নিজেরা মিলেই সমাধানের পথ খুঁজে পাওয়া যাবে। প্রায় সব টেলিভিশন চ্যানেলই আমাদের সঙ্গে একমত প্রকাশ করেছে। তারাও একটি শৃঙ্খলার মধ্যে কাজ করতে চায়।’

ডিরেক্টর গিল্ডের প্রজ্ঞাপনে বলা হয়, ইতিমধ্যে টেলিভিশন চ্যানেল, মন্ত্রণালয় ও দেশের বিভিন্ন থানাসহ গুরুত্বপূর্ণ জায়গাগুলোর নীতিনির্ধারকদের সঙ্গে মৌখিক আলোচনা হয়েছে। টেলিভিশন চ্যানেলসহ অন্যান্য সংশ্লিষ্ট প্রতিষ্ঠানে চিঠির মাধ্যমে নির্মাতাদের নামের লিস্ট পাঠানো হবে। চ্যানেল কর্তৃপক্ষ ডিরেক্টরস গিল্ডের সদস্য নন এমন কোনো পরিচালকের নির্মিত কোনো অনুষ্ঠান সম্প্রচার করবে না। সংশ্লিষ্ট অন্য প্রতিষ্ঠানগুলোও শুধু ডিরেক্টরস গিল্ডের নিয়মিত সদস্যদের সহযোগিতা করবে।

বাংলাভিশনের অনুষ্ঠানপ্রধান তারেক আকন্দ বলেন, ‘ডিরেক্টরস গিল্ডের নেতাদের সঙ্গে কথা হয়েছে। তাদের সিদ্ধান্তকে আমরা যৌক্তিক মনে করেছি। অনেক সময় কোনো জটিলতা তৈরি হলে আমরা কাউকে ধরতে পারি না। সে ক্ষেত্রে ডিরেক্টরস গিল্ডের মেম্বার হলে ভালো হয়। কিন্তু অনেক সিনিয়র বরেণ্য নির্মাতা রয়েছেন যাঁরা তাঁদের আদর্শিক কারণে কোনো সংগঠনের ছায়ায় কাজ করতে চান না। তাঁদের নির্মিত নাটকের প্রচারের কী হবে? এ বিষয়টি সুরাহা করা থাকলে আমাদের জন্য ভালো হয়।’

ডিরেক্টরস গিল্ডের সাধারণ সম্পাদক কামরুজ্জামান সাগর বলেন, ‘সবার সহযোগিতায় আগামী ডিসেম্বর মাস থেকে নিয়মটি কার্যকর হতে যাচ্ছে। এখানে সবার জন্য একই নিয়ম থাকবে। সিনিয়র নির্মাতা যাঁরা নাটক নির্মাণ করতে চান, তাঁরাও আমাদের সদস্য হয়ে কাজ করতে পারবেন। তাঁদের অনুরোধ করব সদস্য হতে। আমাদের সংগঠনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা করব।’

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *