বিনোদন ডেস্ক: বিজয়ের মাস ডিসেম্বর। প্রতি বছরই মহান এ বিজয়ের মাসকে কেন্দ্র করে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নতুন আয়োজন করে। প্রতিবারের মতো এবারো বিটিভি সেজেছে বর্ণাঢ্য আয়োজনে।
বিজয়ের মাসকে কেন্দ্র করে এ আয়োজন, তবে শহীদ বুদ্ধিজীবী দিবস ও বিজয় দিবস উপলক্ষেও বিশেষ অনুষ্ঠান রাখা হয়েছে। সব মিলিয়ে বিটিভিতে থাকছে মাসব্যাপী অনুষ্ঠানমালা। বিটিভির এক মেইল বার্তায় এমনটাই জানানো হয়েছে।
জানা যায়, ডিসেম্বরে প্রতিদিনই প্রচার হবে বিশেষ অনুষ্ঠান। এর মধ্যে থাকছে বিজয়গাথা-৭১, আমাদের বঙ্গবন্ধু, জেলায় জেলায় বধ্যভ‚মি, মুক্তিযুদ্ধের নয় মাস, বিশিষ্টজনদের আলোচনা অনুষ্ঠান, বীরাঙ্গনাদের নিয়ে অনুষ্ঠান, একাত্তরের চিঠি, শহীদ বুদ্ধিজীবী পরিবারের সদস্যদের স্মৃতিচারণ নিয়ে অনুষ্ঠান, প্রামাণ্য অনুষ্ঠান, বুদ্ধিজীবী হত্যা ও ঢাকা বিশ্ববিদ্যালয়, বুদ্ধিজীবী দিবসের নাটক, কবিতা পাঠের অনুষ্ঠান, শিশুদের নিয়ে বিশেষ অনুষ্ঠান, নৃত্যানুষ্ঠান, স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান নিয়ে সংগীতানুষ্ঠান, আলেখ্যানুষ্ঠান ও বিজয় দিবসের বিশেষ নাটক।