ডাকসু ভিপি নূর, ছাত্র অধিকার পরিষদের আহবায়ক হাসান আল মামুন সহ পরিষদের অন্যান্য নেতৃবৃন্দের উপর মিথ্যা মামলা, হয়রানি ও গ্রেফতারের তীব্র নিন্দা জানিয়েছেন রাইটস মুভমেন্ট ইউকে’র আহবায়ক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা আব্দুল কাদির সালেহ, যুগ্ম আহবায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক সিনেট সদস্য নসরুল্লাহ খান জুনায়েদ এবং সহকারী আহবায়ক, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট সাংবাদিক শামসুল আলম লিটন।
বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন, দেশে সকল সেক্টরে যে ভাবে সীমাহীন দূর্ণীতি ও লুটপাট হচ্ছে এর বিরুদ্ধে দেশে যাতে কার্যকর কোন প্রতিবাদ ও আন্দোলন গড়ে উঠতে না পারে সেজন্য আন্দোলনের সুতিকাগার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিপি ও ছাত্র অধিকার পরিষদের নেতৃবৃন্দকে গ্রেফতার ও হয়রানি করা হচ্ছে । তাঁরা বলেন, সরকারে যারা আছেন তাঁদের ভূলে যাওয়া উচিত নয় যে এভাবে দমন পীড়ন ও হয়রানি করে নিজেদের সীমাহীন দুর্নীতি ও লুটপাটকে আড়াল করা যাবেনা। প্রতি নিয়ত মিথ্যার ঢোল পিটিয়ে জনগণকে আর বোকা বানিয়ে রাখা যাবেনা। গুম খুন হত্যা মিথ্যা মামলা হামলা গ্রেফতার ও হয়রানিতে জনগন আজ চরম ভাবে অতিষ্ঠ। প্রতিটি মানুষের মনে ক্ষোভের দাবানল জ্বলছে। নেতৃবৃন্দ বলেন, ছাত্রসমাজ এখন রাজপথে নেমে এসেছে । তারা সরকারকে স্মরণ করিয়ে দিয়ে বলেন,নুরুল হক নূর ও ছাত্র অধিকার পরিষদ একা নন। তাদের পেছনে দেশের সংগ্রামী ছাত্র সমাজ এবং মুক্তিকামী মানুষ ঐক্যবদ্ধ রয়েছে ।
অবিলম্বে ডাকসু ভিপি নূর ও হাসান আল মামুন সহ সকল ছাত্র নেতৃবৃন্দের উপর থেকে মিথ্যা মামলা প্রত্যাহার এবং সকল প্রকার হয়রানি বন্ধ করার জন্য রাইটস মুভমেন্ট ইউকে নেতৃবৃন্দ সরকারের প্রতি আহবান জানান ।
নেতৃবৃন্দ আরো বলেন, আমরা অপেক্ষায় আছি সরকার ও পুলিশের পরবর্তী আচরন দেখার জন্য। ছাত্র নেতৃবৃন্দের সাথে পূনরায় যদি কোনরুপ নিপীড়ণ মূলক আচরন করা হয় তাহলে দেশব্যাপী ব্যাপক ছাত্র গণ আন্দোলন গড়ে তোলা হবে এবং এর পেছনে আমাদের সর্বাত্মক সমর্থন থাকবে। খবর বিজ্ঞপ্তি