খুব শিগগিরই ঢাকা ক্যান্টনমেন্ট থেকে পশ্চিমবঙ্গের নিউ জলপাইগুড়ির মধ্যে চালু হচ্ছে আন্তঃদেশীয় যাত্রীবাহী ট্রেন মিতালি এক্সপ্রেস। সব কিছু ঠিক থাকলে মার্চ মাসের শেষ দিকেই দুই দেশের মধ্যে চলাচল শুরু করবে এই ট্রেন। এরইমধ্যে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে এই ঘোষণা দিয়েছে।
জানা গেছে সপ্তাহে ৪ দিন চলবে এই ট্রেনটি। এর মধ্যে পশ্চিমবঙ্গ থেকে এটি ছাড়বে রোববার ও বুধবার এবং বাংলাদেশ থেকে ছাড়বে সোমবার ও বৃহস্পতিবার। দুই দেশের মন্ত্রীরা গত বছরই এই ট্রেনটি চালুর বিষয়ে একমত হলেও কোভিড-১৯ মহামারির কারণে তা পিছিয়ে যায়। তবে মহামারি পরিস্থিতির উন্নতির সঙ্গে সঙ্গে এটি চালু করতে পদক্ষেপ নেয় উভয় দেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।
জানা গেছে, এই ট্রেনে থাকবে ৮টি এয়ারকন্ডিশন কোচ। জানা গেছে এসি বার্থের ভাড়া হবে বাংলাদেশি ৪ হাজার ৯০৫ টাকা। অপরদিকে এসি সিট ভাড়া হবে ৩ হাজার ৮০৫ টাকা এবং এসি চেয়ারের ভাড়া হবে ২ হাজার ৭০৫ টাকা। এই ট্রেনের যাত্রা নিয়ে ভারতের শিলিগুড়ির এক গবেষক সৌমেন নাগ বলেন, এই ট্রেন উত্তর বঙ্গের যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ঘটাবে। ভারতের রেল কর্তৃপক্ষের উচিৎ বাংলাদেশের কাছে নতুন একটি ট্রেনের প্রস্তাব উত্থাপন করা, যেটি কোলকাতা থেকে বাংলাদেশের মধ্য দিয়ে জলপাইগুড়ি চলাচল করবে। আগে এই রুটে ট্রেন চলেছে। এটি চালু হলে উত্তর বঙ্গ থেকে কোলকাতার মধ্যে যাতায়াতের সময় অনেক কমে আসবে।