শাহাদাত, মিলন: ঢাকাই সিনেমার স্বর্নালী যুগ যখন চলছিল তখন বেশ কিছু লাস্যময়ী অভিনেত্রীর আবির্ভাব ঘটেছিল সিনেমা জগতে। আর সেই সময়ের একটি জনপ্রিয় নাম হচ্ছে শবনম। তবে শুধু বাংলাদেশ নয়, তিনি তুমুল জনপ্রিয় এবং শ্রদ্ধেয় পাকিস্তানেও। সে দেশের অনেক সুপারহিট সিনেমায় তিনি অভিনয় করেছেন। জয় করেছেন কোটি দর্শকের ভালোবাসা।
পেয়েছেন পাকিস্তানের নানা পুরস্কার ও সম্মাননা। এখন আর অভিনয়ে নিয়মিত নন৷ দেশটির নানা প্রজন্মের মানুষের কাছে শবনম একজন আইকন।
পাকিস্তানি তারকারাও তাকে সম্মান করেন বিনম্র শ্রদ্ধায়। সম্প্রতি একটি অনুষ্ঠানে পাকিস্তানের জনপ্রিয় গায়ক আতিফ আসলাম শবনমের পা ছুঁয়ে সালাম করার একটি ভিডিও ভাইরাল হয়েছে।
এবার ভাইরাল হলো আরেক গায়ক আদনান সামির স্ট্যাটাস। ৫ সেপ্টেম্বর বিকেলে অভিনেত্রী শবনমের সঙ্গে এক ছবি পোস্ট করে স্ট্যাটাস দিয়েছেন তিনি৷ এটি বাংলাদেশ, পাকিস্তান ও ভারতের নেটবাসীদের নজড় কেড়েছে।
স্ট্যাটাসে আদনান সামি স্মরণ করেছেন শবনম ও তার স্বামী সংগীত পরিচালক রবিন ঘোষ তাকে কতোটা স্নেহ করতেন।
সামি তার স্ট্যাটাসে লেখেন, ‘রুপালি পর্দার বাংলাদেশি কিংবদন্তি শবনম জি’র সঙ্গে স্মরণীয় মুহূর্ত।
তিনি এবং তার প্রয়াত স্বামী মিউজিক মায়েস্ত্রো রবিন ঘোষ আমার প্রতি ভালোবাসা ও স্নেহপূর্ণ ছিলেন। আমার প্রতিভার প্রতি তাদের উৎসাহ কখনো ভুলবো না।’
আদনান সামি ভরতের এক সময়ের জনপ্রিয় একজন শিল্পী ছিলেন পুরো ভারতবর্ষ জুড়ে। তার অসংখ্য গান পেয়েছে অনেক জনপ্রিয়তা। পাকিস্তানানে জন্ম হলেও আদনান সামি একজন গায়ক হিসেবে আত্মপ্রকাশ করেনে বলিউডে৷আর বলিউডে পাড়ি দিয়ে তার উত্থান। বর্তমানে তিনি ভারতের নাগরিক।

