ভারতের তামিলনাড়ুতে মিলেছে ষষ্ঠ শতকের এক স্বর্ণমুদ্রা। রাজ্যের শিবগঙ্গাই জেলার কালাইয়ার কয়েলের কাছে এলানধাক্কারাইয়ে মাটি খুঁড়ে উদ্ধার করা ওই স্বর্ণমুদ্রায় আরবিতে লেখা, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই (দেয়ার ইজ নো গড, বাট আল্লাহ্)।
তামিলনাড়ুর প্রত্নতত্ত্ব বিভাগ জানিয়েছে, মুদ্রাটি সিরিয়ার শাসকের তৈরি স্বর্ণমুদ্রা হতে পারে। খবর ভারতের মুসলিম মিরর ও যুক্তরাজ্যের ডেইলি মেইল।
প্রত্নতত্ত্ব বিভাগের এক কর্মী জেমিনি রমেশ বলেছেন, এই মুদ্রা প্রমাণ করে মাদুরাই অঞ্চলে ইসলাম ধর্ম অনেক আগে প্রসার লাভ করেছিল। শিক্ষাবিদরা এই এলাকাকে ভাইগাই উপত্যকা সভ্যতার অংশ হিসাবে বর্ণনা করেছেন।