শিরোনাম
রবি. জানু ৪, ২০২৬

তিনদিনের মধ্যে আসাম-ত্রিপুরা বেহাল জাতীয় সড়‌ক সংস্কারে হাত না দিলে বরাতপ্রাপ্ত সংস্থার বিরুদ্ধে ব্যবস্থা, কড়া বার্তা জেলা শাসকের

পাথারকা‌ন্দি (আসাম): অসম-ত্রিপুরার লাইফলাইন চরম বেহাল আট নম্বর জা‌তীয় সড়‌ক সংস্কারে আগামী তিনদিনের মধ্যে বরাতপ্রাপ্ত নির্মাণ সংস্থা হাত না দেয়, তা হলে কড়া ব্যবস্থা নেওয়া হবে। আজ শনিবার পাথারকান্দি সার্কল অফিসে আয়োজিত জরুরি সভায় এই কড়া বার্তা দিয়েছেন জেলাশাসক আনবামুথান মুথুস্বামী পালা‌নিস্বামী।

বিধ্বস্ত সংশ্লিষ্ট জাতীয় সড়ক সংস্কারকার্য সম্পর্কে প্রশাসনিক স্তরে আলোচনা করতে অতিরিক্ত জেলাশাসক ধ্রুব‌জ্যো‌তি দেব, বরাতপ্রাপ্ত নির্মাণ সংস্থা আর‌পি‌পি ইনফ্রা লি‌মি‌টে‌ডের পিএম সূর্যকান্ত পাণ্ডা, জাতীয় সড়কের এগজি‌কিউটিভ ইঞ্জিনিয়ার বিষ্ণুপ্রসাদ দাসকে সঙ্গে নিয়ে আজ পাথারকান্দি সার্কল কার্যালয়ে জরুরি বৈঠকে বসেছিলেন জেলাশাসক আনবামুথান এমপি। বৈঠকে ছিলেন পাথারকা‌ন্দি বি‌জে‌পি ব্লক মণ্ডল সভাপ‌তি শশীবাবু ‌সিনহাও। বৈঠকে জেলাশাসক ‌নির্মাণ সংস্থার কর্মকর্তা সহ সং‌শ্লিষ্ট বিভাগীয় কর্তা‌দের কড়া বার্তা দিয়ে বলেছেন, পাথারকা‌ন্দির বেহাল সড়‌কের জন্য জনদু‌র্ভোগ চর‌মে পৌঁছেছে। ফ‌লে সাধারণ নাগরিকদের পাশাপাশি বি‌ভিন্ন রাজনৈতিক এবং অরাজনৈতিক সংগঠন প্রতিবাদী কর্মসূচি পালন কর‌ছেন।

তিনি বলেন, সরকা‌রিভা‌বে দু মাস আগে টেন্ডার পে‌য়েও নির্মাণ সংস্থা কাজ ফে‌লে রেখেছে। যা আইনত অপরাধ। সড়কটি সংস্কার না হওয়ায় চরম ভোগান্তির নানা দৃষ্টান্ত তুলে ধরে আগামী তিনদিনের মধ্যে মৈনা থেকে পাথারকান্দির মুণ্ডমালা পর্যন্ত অসম-ত্রিপুরা বিধ্বস্ত আট নম্বর জাতীয় সংস্কারের কাজে যুদ্ধকালীন তত্‍পরতায় কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন জেলাশাসক। এর অন্যথা হলে বরাতপ্রাপ্ত ঠিকাদার সংস্থার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ করা হ‌বে, পরিষ্কার জানিয়ে দিয়েছেন তিনি। প্রসঙ্গক্রমে পাথারকান্দি থানার ওসিকেও এ ব্যাপারে নজর রাখাতে আগাম নির্দেশ দিয়েছেন করিমগঞ্জের জেলাশাসক। অমল / এসকেডি

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *