ভারতের স্বাধীনতা দিবস ছিল শনিবার। ওই দিন তুরস্কের ফার্স্ট লেডি এমিনি এরদোয়ানের সঙ্গে ইস্তাম্বুলে রাষ্ট্রপতি ভবনে দেখা করেন বলিউড সুপারস্টার আমির খান। আর এতেই বেজায় চটেছেন অনেক ভারতীয়।
‘লাল সিং চাড্ডা’ ছবির শুটিংয়ের জন্য বর্তমানে তুরস্কে অবস্থান করছেন আমির খান। সেখানে তিনি ফার্স্ট লেডি এমিনির সঙ্গে দেখা করে নিজের অলাভজনক সংস্থা পানি ফাউন্ডেশন সম্পর্কে জানান।
এই সাক্ষাতের পরই ফার্স্ট লেডি তিনটি ছবি টুইট করে লেখেন, “বিশ্ব বিখ্যাত ভারতীয় অভিনেতা, পরিচালক ও প্রযোজক আমির খানের সঙ্গে দেখা করে আমি আপ্লুত। জেনে খুব খুশি হলাম যে আগামী ছবি ‘লাল সিং চাড্ডা’র বাকি অংশের শুটিং আমির তুরস্কের বিভিন্ন প্রান্তে করার সিদ্ধান্ত নিয়েছেন।”
এ ঘটনায় কেন ভারতীয়রা বেজায় চটেছেন? জানা যায়, কাশ্মীর ইস্যুতে পাকিস্তানকে খোলাখুলি সমর্থন করেছেন তুরস্কের রাষ্ট্রপতি রিসেপ তাইয়্যেপ এরদোয়ান। শুধু তাই নয়। ‘কট্টরপন্থী বেশ কিছু ইসলামিক সংগঠন কাশ্মীর ও কেরালায় সক্রিয়’- অভিযোগ তাদের। যার সঙ্গে তারা পাকিস্তানের যোগাযোগ দেখছে। এমন এক পরিস্থিতিতে আমিরের সঙ্গে তুরস্কের ফার্স্ট লেডির সাক্ষাত্ মোটেই ভালোভাবে নেয়নি অনেক ভারতীয়।
তাদের আরও অভিযোগ, ভারতের বন্ধু বেনিয়ামিন নেতানিয়াহুকে এড়িয়ে গেলেও তুরস্কের ফার্স্ট লেডির সঙ্গে সাক্ষাৎ বেশি গুরুত্বপূর্ণ মনে করেছেন আমির খান।
নেতানিয়াহুর ভারত সফরে অনেক বলিউড তারকা দেখা করলেও সেই অনুষ্ঠানে যাননি আমির। বোঝা যাচ্ছে, সেই কথা ভুলতে পারেননি অনেকে।
এ দিকে তুরস্কে ভক্তদের চাপে প্রায় নাজেহাল অবস্থা হয়েছিল মিস্টার পারফেকশনিস্টের। আর সেই ছবি ও ভিডিও এখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আমির ইস্তাম্বুলে পৌঁছে ভক্তদের হুড়োহুড়ি দেখে তো অবাক। সবাই তার সঙ্গে ছবি তুলতে চান। ভক্তদের উত্তেজনা সামাল দিতে না পেরে পরিস্থিতি হাতের বাইরে চলে যায়। পরে করোনা থেকে তো বটেই, নিজেকে বাঁচাতেই ছুটে পালিয়ে যান তিনি ।
হলিউড ক্ল্যাসিক ‘ফরেস্ট গাম্প’ অবলম্বনে নির্মিত হচ্ছে ‘লাল সিং চাড্ডা’। অদ্বৈত চন্দনের পরিচালনায় এ সিনেমায় আমিরের নায়িকা কারিনা কাপুর খান।