শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

তৃতীয় দফায় বন্যার কবলে অসম, প্রভাবিত ছয় জেলা

গুয়াহাটি: একদিকে করোনা-কারফিউ, তার ওপর চলতি বছরে ফের প্রাকৃতিক দুর্যোগের কবলে পড়েছে অসম। রাজ্যে তৃতীয় দফার বন্যায় ইতিমধ্যে ছয়টি জেলার ছয়টি রাজস্ব সার্কলের ২২ গ্রামের শিশু-মহিলা সহ প্রায় ৬,৫৮৩ জন মানুষ বন্যার কবলে পড়েছেন। তৃতীয় বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছে ৪৭০,৯৪ হেক্টর কৃষিজমি। প্রসঙ্গত, গত জুন মাসের প্রথম সপ্তাহে দ্বিতীয় দফার বন্যায় ভেসেছিল রাজ্যের ছয়টি জেলা।

রাজ্য দুৰ্যোগ ব্যবস্থাপনা কৰ্তৃপক্ষ সূত্রে জানানো হয়েছে, রাজ্যের ছয় জেলা যথাক্রমে বঙাইগাঁওয়ের সৃজনগ্রাম, ধেমাজির জোনাই, ডিব্রুগড়ের চাবুয়া, শিবাসাগরের নাজিরা, দক্ষিণ শালমারার মানকাচর এবং তিনসুকিয়া জেলার তিনসুকিয়া সার্কলের ২২টি গ্রাম জলমগ্ন হয়ে পড়েছে। দুৰ্যোগ ব্যবস্থাপনা কৰ্তৃপক্ষ জানিয়েছেন, বন্যায় সব থেকে বেশি প্রভাবিত হয়েছেন ডিব্রুগড়, তিনসুকিয়া এবং দক্ষিণ শালমারার সংশ্লিষ্ট গ্রামের মানুষ।

এদিকে অন্য সূত্রের খবর, ডিব্রুগড়, তিনসুকিয়া, দক্ষিণ শালমারার বন্যা-পীড়িতরা নিরাপদ উঁচু স্থানে গিয়ে আশ্রয় নিয়েছেন। প্রশাসনিক সূত্রের খবরে প্রকাশ, বন্যার ভয়াবহতার প্রতি লক্ষ্য রেখে, দুর্যোগ মোকাবিলা কর্তৃপক্ষ সক্রিয় রয়েছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *