ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা রাজ্যের ভিলেজ কাউন্সিলের মেয়াদ এক বছরের বেশি আগের উত্তীর্ণ হয়ে গেলেও ত্রিপুরা রাজ্য নির্বাচন দপ্তর এখন পর্যন্ত এই নির্বাচন আয়োজন করেনি। এই অভিযোগের ভিত্তিতে ত্রিপুরা উপজাতি স্বশাসিত জেলা পরিষদের শাসক দল তিপ্রামথা ত্রিপুরা হাইকোর্টে আবেদন জানিয়েছিল।
তাদের আবেদনের প্রেক্ষিতে এবছরের নভেম্বর মাসের মধ্যে ভিলেজ কমিটির নির্বাচন সম্পন্ন করার রাজ্য সরকারকে আদেশ দিলেন উচ্চ আদালত। এই বিষয়ে তিপ্রামথা দলের মুখপাত্র এন্টনি দেববর্মা বলেন ভিলেজ কাউন্সিল নির্বাচন দ্রুত সম্পন্ন করার আহ্বান জানিয়ে তারা একাধিকবার রাজ্য নির্বাচন আধিকারিককে ডেপুটেশন দিয়েছিলেন কিন্তু তাদের এই আহবানে কোন সাড়া দেওয়া হয়নি।
এরপরে বাধ্য হয়ে তারা ত্রিপুরা হাইকোর্টে জনস্বার্থ মামলা করেন। তাদের এই মামলার প্রেক্ষিতে মঙ্গলবার হাইকোর্ট রায় দিয়েছেন যে এ বছরের নভেম্বর মাসের মধ্যে ত্রিপুরার ভিলেজ কাউন্সিল নির্বাচন সম্পন্ন করতে হবে। হাইকোর্টের রায় স্বাগত জানিয়েছে তিপ্রামথা।

