আগরতলা: ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাবে গত ২৪ ঘন্টায় ত্রিপুরায় রেকর্ড পরিমান বৃষ্টিপাত হয়েছে। শুধু আগরতলাতেই ১০৪.৩এমএম বৃষ্টিপাত হয়েছে। রেকর্ড বলার পেছনে কারণ হল, এখন চলছে ডিসেম্বর মাস। সাধারণত, ডিসেম্বর থেকে শীতের আগমন শুরু হয়ে যায়। তার বদলে প্রচন্ড বৃষ্টি আবহাওয়ার আমূল পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে। আবহাওয়া দফতর গতকালও সতর্কতা জারি করে রেখেছিল। কিন্ত ধারণা করেছিল, ঘুর্নিঝড়ের প্রভাব কাটিয়ে বৃষ্টিপাত ধীরে ধীরে কমবে। তার বদলে দিনভর ভারী বৃষ্টিপাতে ত্রিপুরায় বেশ কিছু স্থানে রাস্তা জলমগ্ন হয়ে পড়েছে। বিশালগড়-এ ফসলের ক্ষতি হয়েছে।
অনাহাওয়া দফতরের প্রাপ্ত তথ্যে জানা গেছে, সর্বশেষ ২০১০ সালে ১০ ডিসেম্বরে ২৪ ঘন্টায় ৩৮.২ এমএম বৃষ্টি হয়েছিল। এরপর থেকে কখনই ডিসেম্বরে ভারী বৃষ্টিপাতের নজির দেখেনি ত্রিপুরাবাসী। প্রাপ্ত রিপোর্ট অনুযায়ী, ১৯৭৩ সালের ৯ ডিসেম্বর ৪৫.২এমএম এবং ১০ ডিসেম্বর ৫৯.৬এমএম, ১৯৭৯ সালের ১ ডিসেম্বর ৫০.১এমএম, ১৯৯১ সালের ২৫ ডিসেম্বর ৬৯.৩এমএম এবং ২০১০ সালের ১০ ডিসেম্বর ৩৮.২এমএম বৃষ্টিপাত হয়েছে। সেই তুলনায় এবছর ডিসেম্বর মাসে আজ সকাল সাড়ে আটটা পর্যন্ত গত ২৪ ঘন্টায় ১০৪.৩এমএম বৃষ্টিপাত হয়েছে। যা গত কয়েক দশকের মধ্যে ডিসেম্বর মাসের নিরিখে সবচেয়ে বেশি বৃষ্টিপাতের রেকর্ড করেছে।
আবহাওয়া দফতর অবশ্য নতুন করে ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেনি। আগামীকাল থেকে আবহাওয়া স্বাভাবিক হবে বলেই মনে করা হচ্ছে। কারণ, আবহাওয়া দফতর মনে করছে, ঘূর্ণিঝড় জাওয়াদের প্রভাব কেটে গেছে। রাজ্য দুর্যোগ মোকাবিলা দফতরের দাবি, ভারী বৃষ্টিপাত হলেও ত্রিপুরায় কোথাও তেমন ক্ষয়ক্ষতির রিপোর্ট এখনো আসেনি। তাছাড়া, নদীর জলস্তরও তেমন বাড়েনি। ফলে, ভারী বৃষ্টিপাতে জনজীবনে সামান্য ছন্দপতন ঘটলেও, মানুষকে ক্ষতির মুখোমুখি বিশেষ হতে হয়নি বলেই মনে করা হচ্ছে।