আগরতলা: মামলার দ্রুত নিষ্পত্তির লক্ষ্যে গঠিত লোক আদালতে আজ ৩৯৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে, ২ কোটি ৭৪ লক্ষ ২৯ হাজার ৩৮১ টাকা ক্ষতিপূরণ আদায় হয়েছে।
শনিবার ত্রিপুরায় আইনসেবা কর্তৃপক্ষের উদ্যোগে লোক আদালত আয়োজিত হয়েছে। এদিন ৫৪টি আদালতে ২৫৩৮টি মামলা নিষ্পত্তির জন্য শুনানি হয়েছে। তাতে, বিচারাধীন ৭০০টি এবং প্রাক্-মামলা ১৮৩৮টি রয়েছে।
আজ লোক আদালতে ৩৯৬টি মামলার নিষ্পত্তি হয়েছে। তাতে, বিচারাধীন ৯৫টি এবং প্রাক্-মামলা ৩০১টি রয়েছে। মামলায় নিষ্পত্তি বাবদ ২ কোটি ৭৪ লক্ষ ২৯ হাজার ৩৮১ টাকা আদায় হয়েছে।
রাজ্য আইনসভা কর্তৃপক্ষের দাবি, লোক আদালতে মোটর যান সংক্রান্ত, পারিবারিক মামলা সহ অন্যান্য মামলার নিষ্পত্তি হয়েছে।