ত্রিপুরা নিউজ ডেস্ক: ত্রিপুরা পাবলিশার্স গিল্ড এর উদ্যোগে ষোলোতম পুস্তক মেলায় শুরু হচ্ছে আগরতলা শিশু উদ্যানে। ষোলতম এই পুস্তকমেলার উদ্বোধন হবে ৯ ডিসেম্বর সন্ধ্যা পাঁচটায়। চলবে ১৭ ডিসেম্বর রবিবার পর্যন্ত। প্রতিদিন বেলা দেড়টা থেকে রাত আটটা পর্যন্ত চলবে এই মেলা। ছুটির দিনে মেলা খোলা থাকবে রাত সাড়ে আটটা পর্যন্ত।
এছাড়াও পুস্তকমেলার মঞ্চে গিল্ডের বিভিন্ন পুরস্কার বিতরণ, কবি সম্মেলন, আলোচনাসভা, বিতর্ক, শ্রুতিনাটক ইত্যাদি সহ প্রতিদিন থাকবে নানা আকর্ষক ও মনোগ্রাহী অনুষ্ঠান।
উল্লেখ্য, ত্রিপুরা পাবলিশার্স গিল্ড ২০০৫ সালের নভেম্বর মাসে প্রথমবারের মতো আগরতলা পুস্তকমেলা’র আয়োজন করেছিল রবীন্দ্র শতবার্ষিকী ভবন প্রাঙ্গণে। ২০১৯ পর্যন্ত টানা পনেরো বছর এই মেলার আয়োজন হয়েছে শহরে। ২০২০-২০২২ কোরোনাজনিত পরিস্থিতির কারণে টানা তিন বছর এই পুস্তকমেলা বন্ধ ছিল। এ বছর আবার সেই উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়াও উদ্যোক্তারা জানিয়েছেন, প্রতি বছর যে ‘দীপানি বৈদ্য খাসনবীশ স্মৃতি সাহিত্য পুরস্কার দেওয়া হয়, পুস্তকমেলায় আড়ম্বরপূর্ণ এক অনুষ্ঠানে এবারও তা দেওয়া হবে। ২০২৩-এ গিল্ডের এই পুরস্কার পাচ্ছেন রাজ্যের বরিষ্ঠতম সাহিত্যিক তথা কথাশিল্পী সুবিমল রায়। আগামী ১১ ডিসেম্বর এই পুরস্কার প্রদান করা হবে।