নিজস্ব প্রতিনিধি, আগরতলা: ত্রিপুরায় নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা প্রকাশিত হতেই ক্ষোভের আগুনে জ্বলছে রাজ্য৷ রবিবার ত্রিপুরা স্টেট রাইফেলস (টিএসআর)-এ নিয়োগে ১,৪৩৭ জনের মেধা তালিকা প্রকাশিত হয়েছে৷ এর পর থেকেই শুরু হয়েছে বিক্ষোভ৷
আজ বুধবার চাকরি প্রত্যাশীরা সিপাহিজলা জেলার বিশালগড় মহকুমার মধুপুর এবং গকুলনগর বিজেপি কার্যালয়ে অগ্ণিসংযোগ এবং ভাঙচুর চালিয়েছেন৷ শুধু তা-ই নয়, একাংশ চাকরি-প্রার্থী আগরতলায় সচিবলয়ের মূল ফটক এবং ত্রিপুরা হাইকোর্টের বাইরে বিক্ষোভ প্রদর্শন করেছেন৷ টিএসআর-এ নিয়োগে মেধা তালিকা প্রকাশে অনিয়মের অভিযোগ এনে আগামীকাল হাইকোর্টে মামলা করা হবে বলে বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন৷ মূলত, টিএসআর নিয়োগে মেধা তালিকা নিয়ে অসন্তোষের জেরে গতকাল থেকেই বিজেপি কার্যালয়ে ভাঙচুর এবং অগ্ণিসংযোগের ঘটনা সংগঠিত হচ্ছে৷
আজ সকালে বিশালগড়ের মধুপুর এবং গকুলনগরে বিজেপি কার্যালয়ে অগ্ণিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে৷ স্থানীয় বিজেপি নেতাদের দাবি, রাজ্যের উন্নয়ন সহ্য হচ্ছে না, তাই দুষৃকতকারীরা পার্টি কার্যালয়ে ভাঙচুর করেছে৷ তবে মেধা তালিকায় ঠাঁই হয়নি চাকরি প্রত্যাশীরাই ওই হামলা করেছে বলে স্থানীয়দের দাবি৷ এদিকে, গতকাল অমরপুর, বিলোনিয়া, গন্ডাছড়া, ধর্মনগর, সোনামুড়া সহ বিভিন্ন স্থানে বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা বিক্ষোভ দেখিয়েছেন৷
প্রসঙ্গত, ত্রিপুরায় টিএসআরে দুটি নতুন আইআর ব্যাটালিয়ন গঠনের উদ্দেশ্যে ১,৪৩৭ জনকে নিয়োগের প্রক্রিয়া শুরু হয়েছে৷ ত্রিপুরা সরকার মেধা তালিকা প্রকাশ করেছে৷ এই প্রথম টিএসআরে মহিলা কর্মী নিয়োগ করা হচ্ছে৷ নতুন দুটি আইআর ব্যাটালিয়নের জন্য ১,২১৪ জন রাইফেলম্যান জেনারেল ডিউটি নিয়োগ করা হবে৷ তাঁদের মধ্যে ৯১১ জন ত্রিপুরার এবং ৩০৩ জন বহিঃরাজ্য থেকে নিয়োগ হবে৷ মহিলা কর্মী নিয়োগ করা হবে ১৩১ জন৷ তাঁদের মধ্যে ত্রিপুরার ১০২ জন এবং বহিঃরাজ্য থেকে থাকবেন ২৯ জন৷ ট্রেডসম্যান পদে নিয়োগ করা হবে ৯২ জনকে৷ তাঁদের মধ্যে ত্রিপুরার ৬৯ জন এবং বহিঃরাজ্যের রয়েছেন ২৩ জন৷
নিয়োগ প্রক্রিয়ায় মেধা তালিকা নির্ণয়ে অনিয়ম হয়েছে বলে চাকরি প্রত্যাশীরা গুরুতর অভিযোগ এনেছেন৷ তাঁদের বক্তব্য, লিখিত পরীক্ষায় ২৬ নম্বর পেয়েছেন এমন প্রার্থীর নাম মেধা তালিকায় রয়েছে৷ শুধু তা-ই নয়, শারীরিক পরীক্ষায় দৌড়ে টিঁকেননি, এমন প্রার্থীকেও মেধা তালিকায় দেখা যাচ্ছে৷ তাঁদের অভিযোগ, অর্থের বিনিময়ে মেধা তালিকায় অযোগ্যরা স্থান পেয়েছেন৷ তাই তাঁরা ওই মেধা তালিকা বাতিলের দাবি জানিয়েছেন৷
এদিন একাংশ বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশী সচিবালয়ের মূল ফটকের বাইরে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ খবর পেয়ে পুলিশ ছুটে আসতেই তাঁরা দৌড়ে পালিয়ে যান৷ কর্তব্যরত পুলিশ আধিকারিক জানিয়েছেন, ওই সব বিক্ষোভকারী মুখ্যমন্ত্রীর সাথে দেখা করতে চেয়েছিলেন৷ কিন্তু আগাম অনুমতি না নিয়ে তা সম্ভব নয় জেনে তাঁরা রাস্তায় বসে বিক্ষোভ দেখাচ্ছিলেন৷ পুলিশ আসতেই তাঁরা চলে গেছেন৷ এর পর তাঁরা ত্রিপুরা হাইকোর্টের বাইরে জড়ো হয়ে বিক্ষোভ দেখাতে শুরু করেন৷ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে হাইকোর্ট চত্বরে বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী মোতায়েন করা হয়েছিল৷
বিক্ষুব্ধ চাকরি প্রত্যাশীরা জানিয়েছেন, মেধা তালিকা তৈরিতে ব্যাপক অনিয়ম হয়েছে৷ তাই আগামীকাল ত্রিপুরা হাইকোর্টে মামলা করা হবে৷ তাঁদের বক্তব্য, ২,২০০ পদে নিয়োগের ঘোষণা করা হয়েছিল৷ অথচ, মাত্র ১,৪৩৭টি পদে নিয়োগে মেধা তালিকা প্রকাশিত হয়েছে৷ তাঁদের দাবি, পূর্বের ঘোষণা অনুযায়ী সমস্ত পদে মেধা তালিকা প্রকাশ করতে হবে৷ সাথে যেখানে অনিয়ম হয়েছে, তা সংশোধনের পর নতুন মেধা তালিকা প্রকাশ করা হোক৷