আগরতলা: আগামী ১৫ আগস্ট পর্যন্ত উচ্চ আদালত এবং জেলা আদালত গুলিতে শুধুমাত্র গুরুত্বপূর্ণ মামলাগুলির শুনানি চলবে। শুক্রবার ত্রিপুরা হাইকোর্টের রেজিস্টার জেনারেল এক আদেশ জারির মাধ্যমে বলেন ২ আগস্ট থেকে ১৫ ই আগস্ট পর্যন্ত নতুন আদেশের মাধ্যমে চলবে বিচার প্রক্রিয়া।
বর্তমানে জারি থাকা নিয়ম অনুযায়ী জেলা আদালত এবং পারিবারিক আদালত গুলি চলবে ২৯ আগস্ট পর্যন্ত। হাইকোর্টে মামলা সংক্রান্ত বিষয়ে আলোচনার জন্য নির্দিষ্ট ফোন নাম্বার দেওয়া হয়েছে। পাশাপাশি মামলার শুনানি চলবে ভার্চুয়াল মাধ্যমে।

