ত্রিপুরেশ্বরী মন্দিরে ঐতিহ্যবাহী দীপাবলি উত্সব আগামী ১৪ ও ১৫ নভেম্বর, কোনও মেলা-সাংস্কৃতিক অনুষ্ঠান নয়
সন্দীপ / সমীপ, উদয়পুর (ত্রিপুরা): ত্রিপুরেশ্বরী মন্দিরে ঐতিহ্যবাহী দীপাবলি উত্সব আগামী ১৪ ও ১৫ নভেম্বর মাতাবাড়ি মন্দির প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। তবে, এ-বছর কোভিড- ১৯ পরিস্থিতির কারণে কোনও মেলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোকানপাট, বিভিন্ন উন্নয়নমূলক প্রদর্শনী মণ্ডপে খোলা হবে না।
সাংবাদিক সম্মেলনে জেলাশাসক ড. টিকে দেবনাথ দীপাবলি উত্সবের সার্বিক প্রস্তুতি তুলে ধরে বলেন, এ বছর কোভিড- ১৯ পরিস্থিতির কারণে কোনও মেলার আয়োজন, সাংস্কৃতিক অনুষ্ঠান, দোকানপাট, বিভিন্ন উন্নয়নমূলক প্রদর্শনী মণ্ডপ খোলা হবে না। শুধু নিয়ম মেনে মায়ের পূজার্চনার আযোজন করা হয়েছে। তাঁর কথায়, কল্যাণ সাগরের পাড়ে মঙ্গল আরতি অনুষ্ঠিত হবে। প্রত্যেক দর্শনার্থী বা পুণ্যার্থীকে কোভিড-১৯-এর নিয়মাবলী মেনে মায়ের দর্শন করতে হবে। তবে মন্দিরের প্রবেশদ্বারে থার্মাল স্ক্রিনিঙের ব্যবস্থা থাকবে। এক্ষেত্রে যদি কোনও দর্শনার্থীর শরীরে তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে বেশি থাকে তখন তার অ্যান্টিজেন পরীক্ষা করানো হবে। তাঁর সাফ কথা, প্রত্যেক পুণ্যার্থীকে মাস্ক পরে আসা বাধ্যতামূলক। যদি কোনও পূর্ণার্থী মাস্ক ছাড়া মাকে দর্শনের জন্য আসেন তা-হলে তাকে আইন মেনে জরিমানা দিতে হবে। সাথে তিনি যোগ করেন, সামাজিক দূরত্ব মেনে চলতে হবে এবং স্যানিটাইজার ব্যবহার করতে হবে সবাইকে।
জেলাশাসক জানিয়েছেন, এ-বছর পুণ্যার্থীরা মায়ের পূজা সরাসরি বিভিন্ন বৈদ্যুতিক চ্যানেলে দেখতে পারবেন। এছাড়া তথ্য ও সংস্কৃতি দফতরের উদ্যোগে শহর এলাকায় রমেশ চৌমুহনি এবং জামতলায় দুটি বড় এলইডি স্ক্রিন লাগানো হবে। এই স্ক্রিনে মায়ের পুজা, সন্ধ্যা আরতি, মঙ্গল আরতি সরাসরি সম্প্রচার করা হবে। তিনি বলেন, স্বাস্থ্য দফতর থেকে দুটি মেডিক্যাল টিম সর্বক্ষণের জন্য নিয়োজিত থাকবে। পুণ্যার্থীদের যাতে কোনও অসুবিধা না হয় তার জন্য পুলিশ প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে।
তাঁর দাবি, উত্সবস্থল প্রাঙ্গণে ২৬টি সিসি ক্যামেরা, নয়টি ওয়াচ টাওয়ার লাগানো হবে। পাঁচ শতাধিক স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবে। উত্সবের দিনগুলিতে মন্দির প্রাঙ্গণে আলোকসজ্জা করা হবে। মন্দির প্রাঙ্গণকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য উদয়পুর পুর পরিষদ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। সাথে তিনি যোগ করেন, এছাড়াও পুণ্যার্থীদের জন্য পানীয় জলের ব্যবস্থা ও প্রয়োজনীয় শৌচাগারের ব্যবস্থা থাকবে।