শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

দার্জিলিংয়ে তাপমাত্রা নেমে এসেছে ২ ডিগ্রিতে

পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতাসহ গোটা রাজ্যে এখন কনকনে শীত। সবচেয়ে ভয়াবহ ঠাণ্ডা দার্জিলিংয়ে, সোমবার তাপমাত্রা কমে ২ ডিগ্রি সেলসিয়াসে নেমে এসেছে।

কলকাতার তাপমাত্রা এক ধাক্কায় ১১.৪ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে। রোববার যেখানে তাপমাত্রা ছিল ১২.১ ডিগ্রি ছিল। খবর আনন্দবাজার পত্রিকার।

উত্তুরে হাওয়ার প্রভাবে পশ্চিমবঙ্গে প্রচণ্ড শীত নেমেছে। বাতাসে হিমের পরশ যেমন রয়েছে, তেমনই রয়েছে ঘন কুয়াশা। এ কারণে ভোরের দিকে যান চলাচল ব্যাহত হচ্ছে।

কলকাতার পাশের জেলাগুলোতেও একই অবস্থা। দার্জিলিংয়ে তো তাপমাত্রা কমছেই, শিলিগুড়িতে তাপমাত্রাও ঘোরাফেরা করছে ৫-৬ ডিগ্রির মধ্যে। মালদহে তাপমাত্রা দাঁড়িয়েছে ৮ ডিগ্রি সেলসিয়াস। জলপাইগুড়িতে ৬ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *