ক্রীড়া প্রতিবেদক: আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দুই ম্যাচ খেলতে ৮ মে বাংলাদেশে আসছে শ্রীলঙ্কা জাতীয় ক্রিকেট দল। দুই দলের দুটি টেস্ট ম্যাচ হবে চট্টগ্রাম ও ঢাকায়।
বৃহস্পতিবার সফরের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
ঢাকায় নেমে সরাসরি চট্টগ্রাম চলে যাবে অতিথিরা। সেখানেই হবে তাদের প্রস্তুতি। ১৫ মে চট্টগ্রামে শুরু হবে প্রথম টেস্ট। এর আগে ১১ ও ১২ মে দুই দিনের প্রস্তুতি ম্যাচ খেলার সুযোগ পাবে সিংহলিজরা। মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় টেস্ট শুরু হবে ২৩ মে থেকে।
আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের গত চক্রে বাংলাদেশ শেষ টেস্ট খেলেছিল শ্রীলঙ্কায়। পাল্লাকেল্লেতে বাংলাদেশ দুই ম্যাচ খেলেছিল। যেখানে প্রথম টেস্ট বেশ ভালোভাবে খেলে ড্র করলেও দ্বিতীয় টেস্ট হেরে যায় অতিথিরা।
প্রথম টেস্ট ড্র করে ২০ পয়েন্ট পেয়েছিল যা ছিল প্রতিযোগিতায় বাংলাদেশের একমাত্র অর্জন। ৯ দলের প্রতিযোগিতায় তলানিতে থেকে মুমিনুল হকের দল শেষ করেছিল টেস্ট চ্যাম্পিয়নশিপ।
এবারের টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ জয়ের মুখ দেখেছে। নিউ জিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে জিতে ১২ পয়েন্ট পেয়েছে বাংলাদেশ। পরবর্তীতে নিউ জিল্যান্ডে দ্বিতীয় ম্যাচ এবং দেশের মাটিতে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই হেরেছে মুমিনুল হকরা।
টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলে ভালো অবস্থায় আছে শ্রীলঙ্কা। ৪ ম্যাচে ২টিতে তারা জিতেছে। ২টিতে হেরেছে পঞ্চম স্থানে।