শিরোনাম
বুধ. জানু ১৪, ২০২৬

দুই যুগে চিরকুট, পুরস্কার ও কনসার্টে বছর শুরু

বিনোদন প্রতিবেদক: দেশের অন্যতম জনপ্রিয় ব্যান্ড চিরকুট দুই যুগের যাত্রা পূর্ণ করে নতুন বছরে পা রেখেছে কনসার্ট ও পুরস্কারের মধ্য দিয়ে। গীতিকার, সুরকার, সংগীতপরিচালক ও কণ্ঠশিল্পী শারমিন সুলতানা সুমির নেতৃত্বে দীর্ঘ ২৪ বছরের পথচলায় চিরকুট বাংলা গানের ভাণ্ডারে উপহার দিয়েছে অসংখ্য জনপ্রিয় গান। এই দীর্ঘ যাত্রায় দেশ-বিদেশে অর্জন করেছে নানা স্বীকৃতি ও সম্মাননা।

গত ৩ জানুয়ারি সিলেটে একটি কনসার্টের মধ্য দিয়ে ২০২৬ সালের সংগীতযাত্রা শুরু করে চিরকুট। এরপর ৯ জানুয়ারি রাজধানী ঢাকায় অনুষ্ঠিত ঢালিউড ফিল্ম অ্যান্ড মিউজিক অ্যাওয়ার্ডের ২৫তম আসরে তৃতীয়বারের মতো ‘সেরা ব্যান্ড’ হিসেবে সম্মাননা গ্রহণ করে দলটি।

এই আয়োজনে ২০২৫ সালে প্রকাশিত চিরকুটের অ্যালবাম ‘ভালোবাসাসমগ্র’-এর গান ‘দামি’র জন্য সেরা ব্যান্ডের পুরস্কার দেওয়া হয়। পুরস্কার গ্রহণ করতে মঞ্চে উপস্থিত ছিলেন ব্যান্ডটির প্রতিষ্ঠাতা শারমিন সুলতানা সুমি ও চিরকুটের অন্যান্য সদস্যরা।

পুরস্কার প্রাপ্তির অনুভূতি জানিয়ে শারমিন সুলতানা সুমি গণমাধ্যমকে বলেন, “২০২৫ সালে ১০টি নতুন গান নিয়ে প্রকাশিত আমাদের ‘ভালোবাসাসমগ্র’ অ্যালবামের ‘দামি’ গানটির জন্য এই সম্মান দেওয়া হয়েছে। স্রষ্টা মহান, শ্রোতারা আশীর্বাদ। নিজেদের কথা-সুরে প্রতিনিয়ত নতুন গানের সংগ্রামে আমাদের ২৪ বছরের যাত্রায় এই অর্জন আরও বড় অনুপ্রেরণা হয়ে থাকুক। আয়োজক শো টাইম মিউজিক ও সংশ্লিষ্ট সবাইকে অসংখ্য ধন্যবাদ। এই অ্যালবামে অবদানের জন্য ব্যান্ডের সদস্যদের পাশাপাশি কো-প্রডিউসার জাকির আহমেদ ও সাউন্ড ইঞ্জিনিয়ার শুভকেও স্মরণ করছি।”

চিরকুটের গান মানুষের অনুভূতির সঙ্গে গভীরভাবে মিশে গেছে—এমনটাই মনে করেন সংগীতপ্রেমীরা। ব্যক্তিগত আবেগ, প্রেম, উৎসব কিংবা মানুষের অধিকার আদায়ের আন্দোলন—সব ক্ষেত্রেই চিরকুটের গান হয়ে উঠেছে সময়োপযোগী। দুই যুগের পথচলায় ব্যান্ডটি অনেক নতুন সংগীতশিল্পী ও মিউজিশিয়ান গড়ে তুলেছে বলেও উল্লেখ করেন সংশ্লিষ্টরা।

পেছন ফিরে তাকিয়ে শারমিন সুলতানা সুমি বলেন, “চিরকুট সবসময় নতুন কথা ও সুরের সন্ধানে থেকেছে। একটি প্রতিষ্ঠান হিসেবে আমরা বছরের পর বছর সদস্যদের পাশে থাকার চেষ্টা করেছি। মিউজিকে নতুন কিছু যুক্ত করার পরীক্ষা চালিয়েছি। মানুষের আনন্দ-বেদনা ও সংগ্রামে আমাদের গান যখনই বেজেছে, আমরা গর্বিত ও অনুপ্রাণিত হয়েছি। দেশের বাইরে আন্তর্জাতিক মঞ্চে বাংলা গান গাইতে গিয়ে চোখ ভিজেছে ভালোবাসা ও কৃতজ্ঞতায়। আমরা সবার মনে ভালোবাসার ‘চিরকুট’ হয়ে থাকতে চাই।”

নতুন বছরে চিরকুট মনোনিবেশ করেছে তাদের পঞ্চম অ্যালবামের কাজে। পাশাপাশি দেশ ও বিদেশে নিয়মিত কনসার্টেও অংশ নেবে দলটি। আগামী বছর ব্যান্ডটির ২৫ বছর পূর্তি উপলক্ষে ‘সিলভার জুবিলি’ উদযাপনের পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছে চিরকুট।

বর্তমানে চিরকুটের সদস্যরা হলেন—পাভেল আরিন (ড্রামস ও মিউজিক প্রোডিউসার), প্রান্ত (গিটার, ম্যান্ডোলিন, সেতার, ইউকেলেলে), ইশমাম (বেইজ), দিব্য (লিড গিটার), ইয়ার (হারমোনিয়াম, কিবোর্ড, ভায়োলিন, ভোকাল), ফায়েজ সাগর (সাউন্ড ইঞ্জিনিয়ার) এবং শারমিন সুলতানা সুমি (গীতিকার, সুরকার, মিউজিক ডিরেক্টর ও ভোকালিস্ট)।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *