সমীপ / অরবিন্দ, ঢেকিয়াজুলি (অসম): অসমে এসে পৌঁছলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মধ্য অসমের শোণিতপুর জেলা সদর তেজপুর বিমানবন্দরে এসে অবতরণ করার পর বায়ুসেনার হেলিকপ্টারে এসে পৌঁছেছেন শহিদনগর ঢেকিয়াজুলি ময়দানে। তাঁকে বিমানবন্দরে উষ্ণ স্বাগত জানিয়েছেন রাজ্যপাল জগদীশ মুখি, মন্ত্রী হিমন্তবিশ্ব শর্মা। ঢেকিয়াজুলির হেলিপ্যাডে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী সর্বানন্দ সনোয়াল, কেন্দ্রীয় মন্ত্রী রামেশ্বর তেলি, বিজেপির সর্বভারতীয় সাধারণ সম্পাদক দিলীপ শইকিয়া, বিজেপির প্রদেশ সভপতি রঞ্জিতকুমার দাস প্রমুখ বহুজন।
আজ প্ৰধানমন্ত্ৰী মোদী মধ্য অসমের ঢেকিয়াজুলির সমাবেশ মঞ্চ থেকে বিশ্বনাথে একটি এবং উজান অসমের চড়াইদেওয়ে আরেকটি মেডিক্যাল কলেজ হাসপাতালের শিলান্যাস করবেন। এছাড়া উদ্বাধোন করবেন অসম মালা প্রকল্পের। আজই বিশ্বনাথ জেলার গহপুরে অপর আরেকটি কাৰ্যসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী।
উল্ল্খ্যে, গত ২৩ জানুয়ারি উজান অসমের শিবসাগরে এসেছিলেন প্ৰধানমন্ত্ৰী। ওইদিন জেরেঙাপথারে (জেরেঙা ময়দান) বিশাল জনসভায় গোটা রাজ্যের ১,০৬,৯০০ জন সুবিধাভোগী পরিবারকে আনুষ্ঠানিকভাবে ভূমিপাট্টা প্রদান কর্মসূচির সূচনা করে গেছেন তিনি।

