আসাম নিউজ ডেস্ক: দুদিবসীয় সফর শেষ করে কাল আসাম থেকে মিজোরাম গেছেন ভারতের রাষ্ট্ৰপতি রামনাথ কোবিন্দ। বৃহস্পতিবার সকালে ভারতের ফার্স্টলেডি সবিতা কোবিন্দ এবং তাঁর দফতরের শীর্ষ আধিকারিকদের সঙ্গে নিয়ে গুয়াহাটির গোপীনাথ বরদলৈ আন্তর্জাতিক বিমানবন্দর থেকে মিজোরামের রাজধানী আইজলের উদ্দেশ্যে রাওয়ানা হয়েছেন রাষ্ট্ৰপতি।
জানা গেছে, মিজোরাম বিশ্ববিদ্যালয়ের দীক্ষান্ত সমারোহে অংশগ্ৰহণ করবেন তিনি। এদিন সকালে কইনাধরায় রাজ্য অতিথিশালা থেকে রাষ্ট্ৰপতি খানাপাড়া ময়দানে আসেন। এখান থেকে অস্থায়ী হেলিপ্যাড চপারে চড়ে বিমানবন্দরের উদ্দেশ্যে যান। বিমানবন্দরে তাঁকে বিদায় জানাতে ছিলেন রাজ্যপাল অধ্যাপক জগদীশ মুখি, মুখ্যমন্ত্ৰী ড. হিমন্তবিশ্ব শৰ্মা, মুখ্যসচিব জিষ্ণু বরুয়া, রাজ্যের পুলিশ-প্ৰধান ভাস্করেজ্যোতি মহন্ত এবং সেনাবাহিনীর উচ্চপদস্থ আধিকারিকরা। তাঁরা সকলে অসমিয়া গামোছা পরিয়ে বিদায় সম্ভাষণ জানান রাষ্ট্রপতিকে।
প্রসঙ্গত, গত মঙ্গলবার আসামের রাজধানী গুয়াহাটিতে এসেছিলেন ভারতের রাষ্ট্রপতি। গত বুধবার তামুলপুরে বড়ো সাহিত্য সভার ৬১ তম অধিবেশনে অংশগ্ৰহণ করে এদিন বিকেলে গুয়াহাটিতে শঙ্করদেব কলাক্ষেত্ৰে অনুষ্ঠিত উত্তরপুর্ব মহোৎসবের সমাপন অনুষ্ঠানে যোগদান করেছিলেন।

