তাইজুল ফয়েজ, প্যারিস, ফ্রান্স: দেশীয় সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরতে এবার ফ্রান্সে দুই দিনব্যাপী ‘বাংলাদেশ উৎসব’ আয়োজন করা হয়েছে। এ উৎসবে দেশীয় সংস্কৃতি লালন ও চর্চাকে আরও ত্বরান্বিত করা হবে।
অনুষ্ঠানের বিস্তারিত তুলে ধরতে বুধবার (৬ জুলাই) প্যারিসের একটি রেস্টুরেন্টে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, দুই দিনব্যাপী এ আয়োজনে দেশের পোশাক, খাবার ও নানা আয়োজনের মধ্যদিয়েই বাঙালির সভ্যতা, সংস্কৃতি ফুটিয়ে তোলার চেষ্টা করা হবে।
পাশাপাশি সাংস্কৃতিক অনুষ্ঠানে পরিবেশিত হবে জারি সারি ও ভাটিয়ালি গান ও বসা পুঁথি শিল্পকেও নিয়ে আসা হবে আয়োজনে। বিশেষ করে এদেশে বেড়ে ওঠা নতুন প্রজন্মের সামনে গল্পাকারে তুলে নিয়ে আসা হবে বাংলাদেশি সংস্কৃতির বিভিন্ন বিষয়। গ্রামীণ ঐতিহ্যর মেলার মতো এখানেও বিভিন্ন দোকানে (স্টল) দেশীয় নানা সামগ্রী ও খাবার বিক্রির ব্যবস্থা করা হবে।
১৬ ও ১৭ জুলাই দুই দিনব্যাপী অনুষ্ঠানমালার প্রথমদিন শিশু ও নারীদের জন্য আলাদা খেলার ব্যবস্থা ও দ্বিতীয় দিন মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে।
অ্যাসোসিয়েশন সিকুয়ানো বাঙালির (এএসবি) আয়োজনে ও স্থানীয় সেন্ট ডেনিস মিউনিসিপ্যালিটির সার্বিক তত্ত্বাবধানে এ ‘বাংলাদেশ উৎসব’ অনুষ্ঠিত হবে বলে জানানো হয়। এতে সহযোগী হিসেবে থাকবে সাংস্কৃতিক সংগঠন স্বরলিপি সাংস্কৃতিক শিল্পীগোষ্ঠী, ফ্রান্স।
মিউনিসিপ্যালিটির নিরাপত্তা বাহিনী ও স্থানীয় স্বেচ্ছাসেবকরা অনুষ্ঠানের শৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকবেন বলেও জানানো হয়।





