যুক্তরাজ্যে আটকা পড়া ১৫৩ বাংলাদেশি দ্বিতীয় বিশেষ ফ্লাইটে করে রবিবার ভোরে দেশে এসে পৌঁছাবেন।
বাংলাদেশ হাইকমিশন লন্ডনের উদ্যোগে এবং বাংলাদেশ সরকারের নির্দেশনায় বিমান বাংলাদেশ এয়ারলাইনন্সের বিশেষ ফ্লাইটটি (বিজি ৪১০৬) বাংলাদেশি যাত্রীদের নিয়ে স্থানীয় সময় শনিবার সকাল সাড়ে ১০টায় লন্ডনের হিথ্রো এয়ারপোর্ট থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে এসেছে।
বিমানটি বাংলাদেশ সময় রবিবার ভোর চারটায় হযরত শাহ্জালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছবে।
করোনাভাইরাস মহামারি শুরু হওয়ার পরে আন্তর্জাতিক ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এসব বাংলাদেশি যুক্তরাজ্যে আটকা পড়েন।
হিথ্রো এয়ারপোর্টে বাংলাদেশে ফিরে আসা যাত্রীদের বিদায় জানান যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদ মুনা তাসনীম।
এ বিশেষ ফ্লাইটের ব্যবস্থা করায় হাইকমিশনার প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, ‘প্রধানমন্ত্রী করোনাভাইরাসের কারণে বিভিন্ন দেশে আটকা পড়া বাংলাদেশিদের দেশে নিরাপদে ফিরিয়ে নিতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য দূতাবাসগুলোকে বিশেষ নির্দেশনা দিয়েছেন। সে অনুযায়ী বাংলাদেশ হাইকমিশন লন্ডন দুটি ফিরতি ফ্লাইটের মাধ্যমে যুক্তরাজ্যে আটকা পড়া বাংলাদেশিদের দেশে ফিরিয়ে নেয়ার ব্যবস্থা করেছে।’
এ জন্য বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে আন্তরিক ধন্যবাদ জানান হাইকমিশনার।
হাইকমিশনার ইউকে ফরেন ও কমনওয়েলথ অফিস, ইউকে হোম অফিস, ইউকে বর্ডার এজেন্সি এবং হিথ্রো এয়ারপোর্ট কর্তৃপক্ষকে আটকা পড়া বাংলাদেশিদের নিরাপদে দেশে প্রত্যাবর্তনে সহযোগিতা করায় বিশেষভাবে ধন্যবাদ জানান।
তিনি জানান, বাংলাদেশ বিমানের এ বিশেষ ফ্লাইটটির মূলত ১২ জুন ইতালি প্রবাসী বাংলাদেশি যাত্রীদের নিয়ে রোমে এসে সেখান থেকেই ঢাকায় ফিরে যাওয়ার পরিকল্পনা ছিল। কিন্তু, লন্ডন মিশনের বিশেষ অনুরোধে বাংলাদেশ সরকার বিমানটিকে রি-রুট করে লন্ডন হিথ্রো হয়ে যুক্তরাজ্যে আটকা পড়া বাংলাদেশিদের নিয়ে ঢাকা যাওয়ার নির্দেশনা দেয়।
তিনি বলেন, হাইকমিশন প্রবাসী বাংলাদেশিদের করোনা মহামারির কারণে উদ্ভূত বিভিন্ন সমস্যা মোকাবিলায় প্রতিনিয়ত কাজ করে যাচ্ছে এবং ২৪ ঘণ্টা কনস্যুলার হটলাইন ও হাইকমিশনের একটি ‘জরুরি কোভিড হেল্পলাইনের’ মাধ্যমে সম্ভাব্য সব ধরনের সেবা প্রদান অব্যাহত রেখেছে। বাংলাদেশ হাইকমিশন আগামী জুলাই মাসে ‘মুজিব শতবর্ষ কনস্যুলার ও কল্যাণ সেবা পক্ষ’ পালন করবে। এ সময়ে করোনাভাইরাস সম্পর্কিত স্বাস্থ্য বিষয়ক নির্দেশনা মেনেই হাইকমিশন থেকে সেবা গ্রহিতাদের বিভিন্ন ধরনের কনস্যুলার ও কল্যাণ সেবা এবং দ্বি-পাক্ষিক ব্যবসা-বাণিজ্য বিষয়ে পরামর্শসহ সম্ভাব্য সব ধরনের সেবা দ্রুততার সাথে দেয়া হবে।
এ বিষয়ে বিস্তারিত যথাসময়ে বিভিন্ন সংবাদ মাধ্যম এবং হাইকমিশনের ওয়েবসাইট ও ফেইসবুক পেইজের মাধ্যমে জানানো হবে।
উল্লেখ, ইতোপূর্বে গত ১০ মে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে ও বাংলাদেশ সরকারের নির্দেশে বাংলাদেশ বিমান বাহিনী ওয়েলফেয়ার ট্রাস্টের ভাড়া করা একটি বিশেষ বিমানে ১০০ আটকা পড়া বাংলাদেশিকে যুক্তরাজ্য থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। ইউএনবি