শিরোনাম
শনি. ডিসে ৬, ২০২৫

দেশে ফিরেছেন যুব এশিয়া কাপের চ্যাম্পিয়নরা

ক্রীড়া প্রতিবেদক: অপরাজিত চ্যাম্পিয়ন হয়ে এবারের যুব এশিয়া কাপের শিরোপা জিতেছে বাংলাদেশ। এশিয়া কাপের মঞ্চে বাংলাদেশ দলটি ছিল অপ্রতিরোধ্য, অনন্য ও অসাধারণ। ব্যাটে-বলে দারুণ লড়াই করে লাল সবুজের প্রতিনিধিরা জিতে নেয় শ্রেষ্ঠত্বের মুকুট। সংযুক্ত আবর আমিরাতে বিজয়ের পতাকা উড়ানো নেই চ্যাম্পিয়ন ক্রিকেটাররা আজ সন্ধ্যায় ঢাকায় এসে পৌঁছেছে।

বিমানবন্দরে ফুলের মালা দিয়ে তাদের স্বাগত জানানো হয়েছে। সেখান থেকে তাদের সরাসরি নিয়ে আসা হয়েছে বিসিবি একাডেমিতে। যেখানে যুবারা ঘোষণা দিয়ে গিয়েছিলেন, তারা চ্যাম্পিয়ন হয়েই ফিরবেন। তাদের আগমন উপলক্ষ্যে সাজানো হয়েছে বিসিবি প্রাঙ্গন। তৈরি করা হয়েছে বিশেষ এক মঞ্চ। যেখানে তাদের শিরোপায় চুমু খাওয়া ছবি, শিরোপা নিয়ে উদযাপনের ছবি ঠাঁই পেয়েছে। তাতে বড় করে লেখা ‘চ্যাম্পিয়নস’।

১৯৮৯ সাল থেকে আয়োজন করা হচ্ছে যুব এশিয়া কাপ। প্রথম আসর বসেছিল বাংলাদেশে। ১৪ বছর পর ২০০৩ সালে বসে দ্বিতীয় আসর। এরপর ২০১২ সালে তৃতীয় আসর। সেখান থেকে নিয়মিত হচ্ছে যুবাদের এই আসর। ২০১৯ সালে বাংলাদেশের সুযোগ হয়েছিল ফাইনাল জেতার। কিন্তু সেবার মাত্র ৫ রানের জন্য ভারতকে তারা হারাতে পারেনি।

পরের বছর যুবারা সেই ভারতকে হারিয়ে জিতেছিল যুব বিশ্বকাপ। এবার এশিয়া কাপের শ্রেষ্ঠত্বের পুরস্কারের আক্ষেপ দূর করেছে মাহফুজুর রহমান রাব্বীর দল। ব্যাটিংয়ে আশিকুর রহমান শিবলীর ৩৭৮ রান দলকে শিরোপা জেতাতে বড় ভূমিকা রেখেছে। প্লেয়ার্স অব দ্য টুর্নামেন্টও নির্বাচিত হয়েছেন তিনি। বোলিংয়ে বাংলাদেশের সেরা ছিলেন মারুফ মৃধা ও শেখ পারভেজ জীবন। দুজন ১০ উইকেট করে পেয়েছেন।

এশিয়ার শ্রেষ্ঠত্বের পুরস্কার জেতার পর বাংলাদেশের পরবর্তী টার্গেট বিশ্বকাপ। কিছুদিন পরই দক্ষিণ আফ্রিকায় বসতে যাচ্ছে যুব বিশ্বকাপ। ২০২০ সালে বাংলাদেশ যুব বিশ্বকাপ জিতেছিল। এবার শিরোপা পুনরুদ্ধার করতে পারে কিনা সেটাই দেখার।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *