শিরোনাম
বৃহঃ. জানু ২২, ২০২৬

দেশে বসবাসরত বাবা-মায়ের উপর দুষ্কৃতিকারীদের হামলার বিচার দাবী করলেন প্রবাসী সন্তান

কমিউনিটি নিউজ ডেস্ক: টাঙ্গাইল জেলার ভূঞাপুরে জমিজমা সংক্রান্ত কোন্দলের জেরে বাবা-মায়ের উপর দুষ্কৃতিকারীদের হামলার বিচার দাবী করলেন যুক্তরাজ্য প্রবাসী সন্তান।

গত ৫ জুন সোমবার লণ্ডন বাংলা প্রেস ক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে যুক্তরাজ্যে প্রবাসী সন্তান মেহেদী হাসান (শিশির) জানান, গত ২৮ মে জমিজমা নিয়ে কোন্দলের জের ধরে, দুস্কৃতিকারীদের হাতে নৃশংস হামলা ও ডাকাতির শিকার হয়েছেন টাঙ্গাইল জেলার ভূঞাপুরের বাসিন্দা অবসরপ্রাপ্ত সেনা সদস্য তার বাবা শামছুল হক তালুকদার হিরা (৬০) ও তার মা বাহাদিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা নাজমা খাতুন (৪৫)। হামলার খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় তাদের স্থানীয় হাসপাতাল নিয়ে যান প্রতিবেশীরা। বর্তমানে ঢাকার পঙ্গু হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন তার বাবা। এমন ন্যাক্কারজনক ঘটনার পর ক্ষুব্দ গ্রামবাসী ও প্রতিবেশীরা হামলার বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ করার পরও মামলা নিতে স্থানীয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম অসম্মতি জানান।

সংবাদ সন্মেলনে তিনি আরও জানান, ডাকাত দল বাড়িতে ঢুকে তার বাবা-মাকে কুপিয়ে গুরুতর আহত করে ঘরের আলমারীতে থাকা নগদ ১ লাখ টাকা ও ১১ ভরি স্বর্ণালঙ্কার লুট করে নিয়ে গেছে। গ্রামের বাড়িতে তাঁর বাবা-মা ও দাদী বাস করেন। বাবা-মায়ের দুই সন্তানের মধ্যে তিনি যুক্তরাজ্যে বসবাস করেন, অপর ভাই ঢাকায় একটি মাদ্রাসায় পড়াশোনা করেন। ঘটনার রাতে বারান্দার গ্রিল কেটে ডাকাত দলের ছদ্মবেশে দুস্কৃতিকারীরা
ঘরে প্রবেশ করেন। এসময় ঘুম থেকে জেগে ওঠে তাঁর বাবা বাধা দেয়ার চেষ্টা করলে দুস্কৃতিকারীরা তার বাবাকে এলোপাতাড়ি কোপাতে থাকে। তাঁর মা বাধা দিতে এগিয়ে এলে তাকেও কুপিয়ে গুরুতর আহত করে। পরে ডাকাত দলের সদস্যরা স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে নিয়ে পালিয়ে যায়।

মেহেদী হাসান (শিশির) বলেন, দেশে বসবাসরত আমাদের প্রবাসীদের আপনজন এবং সম্পদের জিম্মাদার সরকার ও প্রশাসন। অকস্মাৎ হামলার শিকার হয়ে গুরুত্বর আহত অবস্থায় আমার বাবা-মা হাসপাতালে শয্যাসায়ী আছেন। আমার বৃদ্ধ বাবা সাবেক সেনা সদস্য শামছুল হক তালুকদার হিরা একজন সৎ সরকারি কর্মকর্তা হিসেবে এলাকায় সুপরিচিত। আমার স্কুল শিক্ষিকা মা ছাত্র/ছাত্রীদের কাছে অত্যন্ত প্রিয় ও এলাকায় সুপরিচিত। শুধুমাত্র সম্পত্তি সংক্রান্ত কারণে প্রভাবশালী দুর্বৃত্তরা আমার বাবা-মাকে হত্যার চেষ্টা করে। আমার অনুপস্থিতির সুযোগ নিয়ে বৃদ্ধ বাবা-মায়ের উপর এমন অমানবিক আক্রমণের ঘটনায় আমি অত্যন্ত ক্ষুব্ধ, স্তম্ভিত ও ব্যাথিত। স্থানীয় থানা ও বিভিন্ন সরকারি মহলে আবেদন ও বাংলাদেশি পত্র-পত্রিকায় এ নিয়ে খবর ছাপা হলেও এ নিয়ে পুলিশ কিংবা অন্য কোনো আইন শৃঙ্খলা বাহিনীর কাছ থেকে এখনো কোনো আশানুরূপ প্রতিক্রিয়া পাওয়া যায়নি। পুলিশ প্রভাবশালী সন্ত্রাসীদের ধরার কোনো চেষ্টা করেনি।

মেহেদী হাসান (শিশির) তাঁর বৃদ্ধ বাবা- মায়ের উপর এমন ন্যাক্কারজনক ও বর্বরোচিত হামলার প্রতিবাদ ও বিচারের দাবী করেন এবং অপরাধীদের ধরা নিয়ে পুলিশের উদাসীনতায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করেন। তিনি তাঁর পিতামাতাকে হত্যার উদ্দেশ্যে হামলাকারীদের অনতিবিলম্বে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবী জানান।

যুক্তরাজ্যে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা এই ঘটনায় অত্যন্ত উদ্বেগ প্রকাশ করে বলেন, দেশে প্রায়শই প্রবাসী ও তাদের পরিবারের উপর হামলার ঘটনা ঘটছে। এসব ন্যাক্কারজনক ঘটনায় প্রবাসী ও তাদের পরিবারের সদস্যরা ন্যায় বিচার পাচ্ছেন না। যা অত্যন্ত দু:খজনক। প্রবাসীরা অনতিবিলম্বে অপরাধীদের গ্রেফতার করে বিচারের দাবী জানান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *