শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

দৈনিক সংক্রমণে ফের শীর্ষে কলকাতা, পশ্চিমবঙ্গে মৃত্যুর সংখ্যা ছাড়াল ৫ হাজার

কলকাতা: বেশ কিছুদিন ধরে বাংলায় দৈনিক সংক্রমণের শীর্ষে ছিল উত্তর ২৪ পরগনা। দ্বিতীয় স্থানে থাকছিল কলকাতা। কিন্তু গত ২৪ ঘণ্টায় রাজ্যে সংক্রমণে উত্তর ২৪ পরগনাকে ফের টেক্কা দিল কলকাতা। অবশ্য মৃত্যুর সংখ্যা বেশি উত্তর ২৪ পরগনায়। রাজ্যে মৃতের সংখ্যা ছাড়িয়ে গেল ৫ হাজার। বৃহস্পতিবার স্বাস্থ্য দফতরের তরফে প্রকাশিত বুলেটিন অনুযায়ী, রাজ্যে গত ২৪ ঘণ্টায় আক্রান্তের সংখ্যা ৩২৭৫। এর ফলে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২ লাখ ৬০ হাজার ৩২৪ জন। গত ২৪ ঘণ্টায় সুস্থও হয়ে উঠেছেন ২৯৯৬ জন। তার ফলে বাংলায় এখনও পর্যন্ত মোট সুস্থ হয়ে উঠেছেন ২ লাখ ২৮ হাজার ৭৫৫ জন। রাজ্যে সুস্থতার হার ৮৭.৮৭ শতাংশ। অর্থাত্‍ এই মুহূর্তে রাজ্যে মোট ২৬ হাজার ৫৫২ জন অ্যাকটিভ রোগী রয়েছেন।

বুলেটিন জানাচ্ছে, গত ২৪ ঘণ্টায় বাংলায় ৫৯ জন মারা গিয়েছেন। এর ফলে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়ে হয়েছে ৫০১৭ জন। তার মধ্যে ৪২৬৯ জন অর্থাত্‍ ৮৫.১ শতাংশ রোগীর মধ্যে কোমর্বিডিটির সমস্যা ছিল। এদিন সন্ধ্যায় স্বাস্থ্যভবন যে বুলেটিন দিয়েছে তাতে দেখা যাচ্ছে গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়েছে কলকাতায়। এই জেলায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৬৬৯ জন। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা। গত ২৪ ঘণ্টায় এখানে নতুন সংক্রামিতের সংখ্যা ৬৪৬ জন। তবে উত্তর ২৪ পরগনা ও কলকাতা দুই জেলা মিলিয়ে একদিনে সুস্থ হয়েছেন ১১৪৫ জন। উত্তর ২৪ পরগনায় একদিনে সুস্থ হয়েছেন ৫৯০ জন এবং কলকাতায় ৫৫ জন। গত ২৪ ঘণ্টায় সব জেলাতেই সংক্রমণ ছড়িয়েছে। পাহাড় থেকে জঙ্গলমহল কোনও জেলাই বাদ নেই। করোনায় মৃতের সংখ্যা অবশ্য সবথেকে বেশি উত্তর ২৪ পরগনায়। এই জেলায় ১৫ জনের মৃত্যু হয়েছে গত ২৪ ঘণ্টায়। কলকাতায় মারা গিয়েছেন ১১ জন। এছাড়া হাওড়ায় ৭, দক্ষিণ ২৪ পরগনায় ৫ ও পশ্চিম মেদিনীপুরে ৫ জনের মৃত্যু হয়েছে। তবে রাজ্যের ৯ জেলায় একদিনে করোনা আক্রান্ত কারও মৃত্যু হয়নি। গত ২৪ ঘণ্টায় রাজ্যে স্যাম্পল টেস্ট হয়েছে ৪৩ হাজার ৮৫৪ টি। এখনও পর্যন্ত মোট স্যাম্পল টেস্ট হয়েছে ৩২ লাখ ২৭ হাজার ৪৬২ টি। রাজ্যে করোনা আক্রান্তের পজিটিভিটি রেট ৭.৯৬ শতাংশ। সূত্র: দ্য ওয়াল ব্যুরো

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *