শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

দ্বাদশ পাশে কাজের সুযোগ! পশ্চিমবঙ্গের স্বাস্থ্য দপ্তরে সরাসরি নিয়োগ, জেনে নিন আবেদন পদ্ধতি

স্বাস্থ্য ক্ষেত্রে ক্যারিয়ার গড়তে চান? তাহলে আপনার জন্য রইল বেশ ভালো সুযোগ। পশ্চিমবঙ্গ রাজ্য জুড়ে অনেকগুলি শূন্যপদে কর্মী নিয়োগ করতে চলেছে পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ দপ্তর। এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়েছে দপ্তরের তরফে।

নির্দিষ্ট জেলা বা ব্লক থেকে নয়, পশ্চিমবঙ্গের যেকোনো জেলা থেকে ছেলে মেয়ে যে কেউ আবেদন করতে পারবেন। আবেদন করা যাবে সম্পূর্ণ অনলাইন মাধ্যমে। তবে আবেদন করার আগে নিয়োগ সংক্রান্ত কিছু জরুরি তথ্য জেনে নেওয়া যাক।

নিয়োগ পদ : মেডিক্যাল টেকনোলজিস্ট। সব ক্যাটাগরি মিলিয়ে মোট শূন্যপদ ১২২।

আবেদন করার জন্য যোগ্যতা –

হতে হবে দ্বাদশ পাশ। তবে দ্বাদশ শ্রেণীতে পদার্থবিদ্যা, জীববিদ্যা এবং রসায়ন এই বিষয়গুলি থাকতে হবে। এর পাশাপাশি মেডিকেল টেকনোলজিস্ট বিষয়ে স্নাতক কিংবা দু বছরের ডিপ্লোমা পাশ হতে হবে।

নিযুক্ত হলে বেতন-

পারিশ্রমিক দেওয়া হবে প্রতি মাসে ২৮,৯০০ টাকা।

কোন কোন বয়সের মধ্যে আবেদন করা যাবে –

আবেদনকারীর জন্ম হতে হবে ০১.০১.১৯৮২ থেকে ০১.০১.২০০০ সালের মধ্যে। অর্থাত্‍ ২১ বছর থেকে ৩৯ বছর।

আবেদন যেভাবে করবেন –

সম্পূর্ণ অনলাইনে আবেদন পদ্ধতি। ওয়েস্টবেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের ওয়েবসাইটে ভিজিট করে আবেদন জানানো যাবে। অফিসিয়াল ওয়েবসাইট https://www.wbhrb.in/

তবে উল্লেখ্য, আবেদন করার জন্য ১৬০ টাকা আবেদন ফি জমা করতে হবে। এটি মানি অর্ডার, ব্যাংক ড্রাফট, চেক বা ক্যাশের মাধ্যমে ভরা যাবে না। উল্লেখিত GRPS পদ্ধতির মাধ্যমে ভরতে হবে। আবেদন করতে ইচ্ছুক হলে দ্রুত আবেদন করে ফেলুন কারণ আবেদন প্রক্রিয়া শেষ হবে আর কিছুদিনের মধ্যেই। আবেদন করার শেষ তারিখ ১৮ নভেম্বর,২০২১।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *