সবচেয়ে বড় পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠানগুলোকে দেশটি বলে দিয়েছে, আমদানি করা পণ্য বিক্রিতে তাদের একচেটিয়া আধিপত্য প্রত্যাহারের পরিকল্পনা করা হচ্ছে। এ খবর দিয়েছে অনলাইন ফিন্যান্সিয়াল টাইমস। এতে বলা হয়েছে, সরকার একটি আইনের প্রস্তাব করেছে। এই আইনের ফলে বাণিজ্যিক এজেন্সি চুক্তির স্বয়ংক্রিয় নবায়ন বন্ধ হবে। পার্সটুডে
স্বভাবতই বিদেশি কোম্পানিগুলো, যারা সংযুক্ত আরব আমিরাতের সঙ্গে ব্যবসা করে তারা নিজেরাই পণ্য বিতরণ করতে পারবে অথবা স্থানীয় এজেন্টের সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তারা এজেন্ট পরিবর্তন করতে পারবে। আমিরাতের নেতারা এই আইনটিকে অনুমোদন করবেন বলে আশা করা হচ্ছে। এক্ষেত্রে কর্মকর্তাদের উদ্ধৃতি দিয়েছে ফিন্যান্সিয়াল টাইমস। তবে কবে নাগাদ এই আইন হতে পারে তা অনিশ্চিত। এ বিষয়ে আমিরাত কর্তৃপক্ষ কোনো মন্তব্য করেনি। মানবজমিন
উপসাগরীয় ধনী এই দেশটিতে বেশির ভাগ বড় বড় বাণিজ্যিক কর্মকা-নিয়ন্ত্রণ করে ধনী পরিবারগুলোর মালিকানাধীন প্রতিষ্ঠান। সুপার মার্কেট থেকে গাড়ির ডিলারশিপ- সবই নিয়ন্ত্রণ করেন তারা। দুবাইতে এমন পারিবারিক ব্যবসা প্রতিষ্ঠান হিসেবে যেসব প্রতিষ্ঠান আছে তার মধ্যে সুপরিচিত কয়েকটি হলো মাজিদ আল ফুত্তাইম হোল্ডিং, কেয়ারফোর এসএ স্টোর, আল হাবতুর গ্রুপ প্রভৃতি।