শিরোনাম
মঙ্গল. জানু ৬, ২০২৬

ধর্ষণ, খুন, গুম ও চাঁদাবাজির প্রতিবাদ: ঢাকার রাস্তায় হঠাৎ জামায়াতের শোডাউন!

নানামুখী চাপে পর্যদুস্ত বাংলাদেশ জামায়াত ইসলামীর নেতাকর্মীরাও কোনঠাসা অবস্থায় আছে। দলের প্রকাশ্য কার্যক্রম আগের মতো নেই। কখনো ভার্চুয়ালে আবার কখনো একেবারে গোপনে নিজেদের কর্মসূচি পালন করেন। এরমধ্যেই হঠাৎ করে শনিবার সকালে ঢাকার রাজপথে সরব হয়ে উঠে দলটির নেতাকর্মীরা।

সিলেটের এমসি কলেজসহ সারাদেশে ধর্ষণ, খুন, গুম ও চাঁদাবাজির প্রতিবাদে শনিবার সকালে ঢাকায় হঠাৎ ঝটিকা মিছিল করে জামায়াত।

দলটির কেন্দ্রীয় নেতা নুরুল ইসলাম বুলবুল নিজের ফেইসবুক পেইজে মিছিলের তিনটি ছবি পোস্ট করেছেন। সেখানে তিনি লিখেছেন, সিলেট এমসি কলেজসহ সারাদেশে আওয়ামী লীগ ও ছাত্রলীগের সন্ত্রাসীদের ধর্ষণ, গুম, খুন ও চাঁদাবাজির প্রতিবাদে আজ রাজধানীতে জামায়াতে ইসলামী ঢাকা মহানগরী দক্ষিণের বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

মিছিলটি যাত্রাবাড়ি থেকে শুরু হয়ে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে এক সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে শেষ হয়।

কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের সেক্রেটারি ড. শফিকুল ইসলাম মাসুদ, শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি দেলোয়ার হোসেনকে মিছিলে নেতৃত্ব দিতে দেখা গেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *