শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

নাইজেরিয়ার হোটেলে আকাশ ছোঁয়া দামে বিক্রি হচ্ছে ‘মানুষের মাংস’!

আপনার কী অবস্থা হবে সেই মুহূর্তে বুঝতেই পারছেন যদি ভুল করে হোক বা জেনেশুনে, আপনার পাতে যদি মানুষের মাংস থাকে তাহলে। নাইজেরিয়ার আনামব্রাতে এক রেস্টুরেন্টে তেমনই এক ঘটনা ঘটল। বন্ধ করে দেওয়া হয় সেই রেস্টুরেন্টকে মানুষের মাংস পরিবেশন করার অভিযোগ করায়।

তাদেরকে মানুষের মাংস পরিবেশন করা হয়েছে ওই হোটেলের কাস্টমাররা অভিযোগ করেন। তদন্তে নামে পুলিশ গুজব না সত্যি যাচাই করতে।যা উদ্ধার করে তা সত্যি ভয়ানক পুলিশ রেস্টুরেন্টে তদন্ত চালানোর পর। উদ্ধার হয় তাজা রক্তাক্ত মানুষের মাথা। তখনও গলগল করে রক্ত বেরোচ্ছে। সেখান থেকে কিছু ধারলো অস্ত্র ও মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয়।

এক স্থানীয় বাসিন্দা জানান, “যখনই বাজারে যাই, দেখি হোটেলে সন্দেহজনক কারবার চলছে। ওই হোটেলের কর্মচারীদের কখনই পরিস্কার জামায় দেখা যেত না। তাদের চোখেমুখে কিসের যেন একটা ভয়!”

এক সন্ন্যাসি ওই হোটেলে খেতে গেলে তার বিল হয় ৭০০ নায়ার অর্থাত ২.২০ ইউরো। যেটা অন্যান্য হোটেলের থেকে অনেক বেশি। তিনি জানান ‘আমাকে ছোটো ছোটো মাংসের টুকরো দেওয়া হয়, যার মূল্য ভাবতেও পারিনি।” এই ঘটনা জানার পর তিনি উদ্বেগের সঙ্গে জানান, “আমি কখনই ভাবতে পারিনি, আমাকে মানুষের মাংস দেওয়া হয়েছে। আর যার দাম এত বেশি!” পুলিস এখনও পর্যন্ত দশজনকে গ্রেফতার করেছে।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *