শিরোনাম
শুক্র. ডিসে ৫, ২০২৫

নাকের ডগায় স্মার্টফোন রেখে সময় নষ্ট করছেন? জানুন, নতুন কিছু শেখার ৫ ওয়েবসাইট

তথ্যপ্রযুক্তির অভাবনীয় অগ্রগতির ফলে পৃথিবীর অনেক কঠিন-জঠিল ও দুর্বোধ্য বিষয় সহজ থেকে সহজতর হয়ে গেছে। এর একটি হল স্মার্টফোন, যার মাধ্যমে চাইলেই অনেক মজার এবং একই সঙ্গে শিক্ষনীয় অনেক কিছু শিখে নিতে পারেন।

আজ জানব, হাতের নাগালে থাকা এমন ৫টি শিক্ষণীয় ওয়েবসাইট সম্পর্কে-

Atlas Obscura

বিশ্বের বিস্ময়কর ও কম জানা স্থানগুলো সম্পর্কে যদি আপনার জানার কৌতূহল থাকে তবে অ্যাটলাস অবসকুরা হতে পারে দারুণ একটি সাইট। যেখানে আপনি খুব সহজেই ভ্রমণ টিপস, ব্লগ পোস্ট ও অদ্ভুত কিছু হাতের নাগালে পেয়ে যাবেন।

Yummly

কেউ যদি হাতে-কলমে রান্না-বান্না শিখতে মনস্থির করেন তার জন্য ইয়ামলি হতে পারে চমত্‍কার একটি ওয়েবসাইট। এখানে আপনাকে ক্যাটাগরি ধরে ধরে রেসিপি শেখার ব্যবস্থা রয়েছে।

Calm

ভিজিটরদের উদ্বেগ কমিয়ে স্বাস্থ্যকর ঘুমের পাশাপাশি সুখানুভূতি তৈরি করতে কাজ করে Calm ওয়েবসাইটটি। এছাড়াও রোজ একটি ভালো অভ্যাস ও মেডিটেশন শিখতে পারেন এর মাধ্যমে।

HowStuffWorks

কিভাবে একটি ফিউজ বদলানো যায় কিংবা গাড়ির পাংচার হওয়া চাকা কিভাবে সারানো যাবে- এমন অনেক কিছুরই সমাধান পাবেন হাউ স্টাফ ওয়ার্কস ওয়েবসাইটে।

Memrise

বিশ্বের ১৫০টিরও বেশি ভাষা শেখার সুযোগ আছে এই ওয়েবসাইটের মাধ্যমে। এর সবচেয়ে ইন্টারেস্টিং দিক হল- এটি নতুন শব্দ এবং বাক্যাংশ শেখার মধ্য দিয়েই নতুন ভাষা শেখায়।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *