শিরোনাম
শনি. জানু ৩, ২০২৬

নারী ও কিশোরীদের নিয়ে অনুষ্ঠান ‘ওয়াও ভার্চ্যুয়াল বাংলাদেশ’

নারী ও কিশোরীদের আত্মশক্তিকে পুঁজি করে এগিয়ে যাওয়ার স্পৃহাকে তুলে ধরতে ‘ওয়াও ভার্চ্যুয়াল বাংলাদেশ ২০২২’ শিরোনামে একটি ভার্চ্যুয়াল অনুষ্ঠান আয়োজিত হচ্ছে। ‘দুর্জয় প্রাণের আনন্দে’ প্রতিপাদ্য সামনে রেখে আয়োজিত এ অনুষ্ঠান চলবে ২৮ মে পর্যন্ত। বাংলাদেশে ‘ওয়াও’-এর স্ট্র্যাটেজিক পার্টনার দ্য ব্রিটিশ কাউন্সিল, সিসিডি বাংলাদেশ এবং মঙ্গলদীপ ফাউন্ডেশনের যৌথ প্রয়াসে এ অনুষ্ঠান শুরু হয়েছে আজ বৃহস্পতিবার।

প্রতিদিন অজস্র বাধাবিপত্তি আর চ্যালেঞ্জের মোকাবিলা করে অদম্য সাহসিকতার পরিচয় দিয়ে সামনে এগিয়ে যাচ্ছেন বর্তমান সময়ের নারীরা। নানা রকম অবিচার, লিঙ্গবৈষম্য আর সহিংসতাকে রুখে দাঁড়াচ্ছেন তাঁরা। কিশোরী ও নারীদের এমন প্রতিরোধী আত্মশক্তিকে স্বীকৃতি দিতে এবং এ প্রসঙ্গে আরও বেশি আলাপ-আলোচনার ক্ষেত্র তৈরি করার লক্ষ্য নিয়ে আয়োজিত ‘ওয়াও ভার্চ্যুয়াল বাংলাদেশ ২০২২।’

এ আয়োজনের প্রথম দিনে ছিল ব্রিটিশ কাউন্সিলের হেড অব আর্টস নাহিন ইদ্রিসের শুভেচ্ছা বক্তব্য, কনটেম্পোরারি এবং ভরতনাট্যম শিল্পী উম্মে হাবিবার নাচ এবং একুশে পদকজয়ী লোকসংগীতশিল্পী সুষমা দাসের গান। সেই সঙ্গে দেশের সাবেক দ্রুততম নারী শিরিন আক্তার এবং বঙ্গবন্ধু কৃষি পুরস্কার বিজয়ী আলপনা রানী মিস্ত্রি তাদের সাফল্যের গল্প বলেন ওয়াও বাইটসের মাধ্যমে। একান্ত আলোচনায় নিজেদের অভিজ্ঞতার কথা তুলে ধরেন গ্রেয়ই, ইউকের আর্টিস্ট ডিরেক্টর জেনি সীলি এবং ফিল্ম প্রডিউসার এশা ইউসুফ।

দ্বিতীয় দিনের শুরুতে থাকছে ‘হোয়াট ইট মিনস টু বি এন অ্যালাই’ শীর্ষক প্যানেল আলোচনায় এতে মডারেটর হিসেবে অংশ নেবেন সামাজিক মাধ্যমের ইনফ্লুয়ান্সার সাকিব বিন রশীদ। গ্রামীণফোনের হেড অব করপোরেট ব্র্যান্ডিং অ্যান্ড এনগেজমেন্টস শারমিন রহমান; জনপ্রিয় স্ট্যান্ডআপ কমেডিয়ান নাভিদ মাহবুব; প্যালিয়েটিভ কেয়ার এবং সাপোর্টিভ কেয়ার ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. রুমানা দৌলা এবং ওয়াও ফাউন্ডেশন, ইউকের রাইটার এবং সিনিয়র প্রোগ্রামার সাবিনা আখতার থাকছেন বক্তা হিসেবে। এরপরই থাকছে মঙ্গলদীপ ফাউন্ডেশনের এক্সিকিউটিভ ডিরেক্টর শ্রিয়া সর্বজয়ার বক্তব্য এবং ত্রপা মজুমদার ও পান্থ শাহরিয়ারের পরিবেশনায় ‘ধলেশ্বরী অপেরা’ নাটক থেকে দুটি দৃশ্য।

‘আনওয়ান্টেড টাচ’ বা অনাকাঙ্ক্ষিত স্পর্শের ওপর সিসিমপুরের একটি মাপেট ভিডিও দিয়ে শুরু হবে তৃতীয় দিনের আয়োজন। এরপর থাকছে সিসিডি বাংলাদেশের জয়েন্ট ডিরেক্টর শাহানা পারভিনের বক্তব্য এবং নৃত্য দল ‘কালারস অব হিল’–এর পরিবেশনায় একটি নাচ। সেই সঙ্গে ব্র্যাক ব্যাংকে কর্মরত রূপান্তরকামী নারী (ট্রান্সওম্যান) সঞ্জীবনী এবং এশিয়ার সেরা ১০০ বিজ্ঞানীর মধ্যে অবস্থানকারী ড. সালমা সুলতানা তাঁদের কথা তুলে ধরবেন ওয়াও বাইটসের মাধ্যমে। এদিন আরও থাকছে মঙ্গলদীপ ফাউন্ডেশনের চেয়ারপারসন সারা যাকের এবং এসবিকে টেক ভেঞ্চার ও এসবিকে ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সোনিয়া বশির কবিরের অংশগ্রহণে সাক্ষাৎকার ও আলোচনা।

অনুষ্ঠান সরাসরি দেখতে https://www.facebook.com/BritishCouncilBangladesh, https://www.facebook.com/mongoldeepfoundation, এবং https://www.facebook.com/CCD.Bangladesh – এ পেজগুলোর সঙ্গে যুক্ত থাকতে পারবেন যে কেউ।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *