শিরোনাম
শুক্র. জানু ৩০, ২০২৬

নিউজিল্যান্ড থেকে খালি হাতে ফিরলো টাইগাররা

নিউজিল্যান্ডের মাটিতে জয়ের স্বপ্ন এবারও অধরাই থেকে গেল। ওয়ানডে সিরিজের পর টি-টোয়েন্টি সিরিজেও হোয়াইটওয়াশ হয়ে খালে হাতে দেশে ফিরতে হচ্ছে বাংলাদেশকে।

বৃহস্পতিবার অকল্যান্ডে সিরিজের তৃতীয় ও শেষ টি- টোয়েন্টি ম্যাচটি বৃষ্টির কারণে নেমে এসেছিল ১০ ওভারে। তাতেও ৬৫ রানে হেরেছে বাংলাদেশ।

টসে হেরে প্রথমে ব্যাট করে ৪ উইকেটে ১৪১ রানের পাহাড় গড়ে কিউইরা। যে লক্ষ্যে তাড়া তো দূরে থাক, বৃষ্টির মতো ঝড়তে থাকে বাংলাদেশের উইকেট। শেষমেষ ৯.৩ ওভারে ৭৬ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

নিউজিল্যান্ডের মাটিতে সব সংস্করণ মিলে ৩২ ম্যাচের সব কটিতেই হারল বাংলাদেশ।

আগে ব্যাট করতে নেমে বাংলাদেশের বোলারদের ওপর তাণ্ডব চালান মাত্র তৃতীয় টি-টোয়েন্টি খেলতে নামা ওপেনার ফিন এলেন। দশম ওভারের চতুর্থ বলে আউট হওয়ার আগে ২৯ বলে ৭১ রান করেন তিনি ১০ চার ও ৩ ছক্কায়। আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম ফিফটিটি করেছেন তিনি ১৮ বলে। আরেক ওপেনার মার্টিন গাপটিল ১৯ বলে ৪৪ রান করেন। বাংলাদেশের পক্ষে ১টি করে উইকেট নিয়েছেন তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম ও মেহেদি হাসান।

সম্পর্কিত পোস্ট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *